মস্কোয় ড্রোন হামলা ইউক্রেইনের

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ২২:৪৯

ইউক্রেইনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মস্কোর ভবন। ছবি: সংগৃহীত

ইউক্রেইনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মস্কোর ভবন। ছবি: সংগৃহীত

  • 0

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের কাছে সোমবার সকালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন। হামলার দায়ও স্বীকার করেছে তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের দুই কিলোমিটার দূরে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে। টেলিগ্রাম অ্যাপে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এ হামলায় অনাবাসিক ভবনের ক্ষতি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মস্কো ও ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেইন ড্রোন হামলা করেছে। এ দুটি ড্রোন মস্কোয় আঘাত হেনেছে। রাশিয়া এ হামলার কঠোর প্রতিশোধ নেবে বলেও হুমকি দিয়েছে।

রাশিয়ান বার্তা সংস্থা টাস এর বরাতে সিএনএন জানিয়েছে হামলার পর রাস্তায় কাচের টুকরা পড়ে থাকতে দেখা গেছে। মস্কোর লিখাচেভা অ্যাভেনিউয়ে আঘাত হাতে ড্রোনটি।

ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন