রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে সোমবার সন্ধ্যায় জাতীয় যাদুঘর মিলনায়তনে সিমিতির নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক তারিক মনজুর, গবেষক জাকির হোসেন, বাচিক শিল্পী টিটু মুন্সী, কবি মোহন রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্র-নজরুলের সাহিত্য ও চেতনা শুধু আমাদের সাংস্কৃতিক গর্ব নয়, বরং গণতন্ত্রের ভিত্তি গড়ে তোলায় অমূল্য সম্পদ।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের চেতনা চিরন্তন এক দিশারী হিসেবে আলো জ্বালিয়ে রেখেছে। তাদের সাহিত্য, সঙ্গীত ও আদর্শ শুধু অতীতের গর্ব নয়, বরং আজকের এবং আগামীর গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ার ভিত্তি।
বিশেষজ্ঞরা মনে করেন, রবীন্দ্র-নজরুলের এই চেতনা যদি সঠিকভাবে ধারণ করা হয়, তবে তা দেশের ভবিষ্যৎ নির্মাণে অপরিহার্য ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে শেষে সভাপতি হাফিজুর রহমান ময়না ও মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য জামালপুর সমিতির নির্বাহী কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।