জ্যাকসন হাইটসের বাড়িতে নারীর কোমরে ছুরিকাঘাত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২০ ২০২৫, ২৩:০৬

পুলিশ কর্মকর্তারা শুক্রবার সকাল সাতটার দিকে বাড়িটিতে গিয়ে কোমরে ছুরিকাঘাত পাওয়া এক নারীকে দেখতে পান। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

পুলিশ কর্মকর্তারা শুক্রবার সকাল সাতটার দিকে বাড়িটিতে গিয়ে কোমরে ছুরিকাঘাত পাওয়া এক নারীকে দেখতে পান। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পারিবারিক দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে বলে মনে করছে পুলিশ।

নিউ ইয়র্ক সিটির কুইন্স বরোর একটি বাড়িতে ৩০ বছর বয়সী এক নারীর কোমরে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে বলে মনে করছে বাহিনীটি।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, জ্যাকসন হাইটসের নর্দান বোলেভার্ডের কাছে ৮২তম সড়কের একটি বাড়িটি থেকে ৯১১তে কল আসে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তারা শুক্রবার সকাল সাতটার দিকে বাড়িটিতে গিয়ে কোমরে ছুরিকাঘাত পাওয়া এক নারীকে দেখতে পান।

সংবাদমাধ্যমটি আরও জানায়, খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ওই নারীকে এলমহার্স্ট হসপিটালে নিয়ে যায়। তার অবস্থা স্থিতিশীল ছিল।

পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারী ভুক্তভোগীর পরিচিত। হামলার পর পালিয়ে গেছেন তিনি।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টির তদন্ত করছে পুলিশ।