ইউক্রেইনের শস্যগুদাম লক্ষ্য করে রাশিয়ার ড্রোন হামলা

টিবিএন ডেস্ক

আগস্ট ১৬ ২০২৩, ১৭:২৩

ক্ষতিগ্রস্ত গুদাম। ছবি: সংগৃহীত

ক্ষতিগ্রস্ত গুদাম। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনের দক্ষিণাঞ্চল ওডেসায় দানিউব নদীর তীরের রেনি বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেইনের কর্মকর্তারা বুধবার দাবি করেন, এ হামলার ফলে শস্যগুদাম ও শস্যভাণ্ডারের ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ ইউক্রেইনের অপারেশনাল কমান্ড জানিয়েছে, রেনি বন্দরে ড্রোন আঘাত করেছে। এতে শস্য ও কৃষির যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্টের অফিস প্রধান আন্দ্রিত ইয়ারমাক এক টেলিগ্রাম পোস্টে লেখেন, রাশিয়ার ইউএভি দুটি গুদামে আঘাত করে। এতে দুটি ট্রাক্টরে আগুন লাগে এবং পাশের একটি গুদামে ১০ স্কয়ার মিটার পর্যন্ত আগুনে পুড়ে যায়। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা খাবার নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’

প্রেসিডেন্টের এক উপদেষ্টা দাবি করেছেন, রাশিয়া খাদ্য সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।

ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেন, রাশিয়ার প্রধান লক্ষ্য হলো এ অঞ্চলের বন্দর ও গুদাম।

ইউক্রেইনের বিমান বাহিনী জানায়, তারা ওডেসা ও পার্শ্ববর্তী মাইকোলাইভ অঞ্চলে ১৩টি রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে।

গত মাসে ব্ল্যাক সি শস্যচুক্তি ভেঙে যাওয়ার পর দানিউবের ছোট ছোট বন্দর ইউক্রেইনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলোর উপর বার বার হামলা চালাচ্ছে।

ইউক্রেইনের দাবি, ইউক্রেইনের রফতানি বন্ধ করতে নদীবন্দর, বিভিন্ন অবকাঠামো ও শস্যগুদামকে লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে রাশিয়া।

এর আগে, পূর্ব দোনেৎস্কের উরোজাইন গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে আনার দাবি করে ইউক্রেইন।

ইউক্রেইনের ন্যাশনাল টেলিভিশনে বুধবার সকালে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আন্দ্রি কোভালিভ বলেন, উরোজাইন এখন ইউক্রেইনের নিয়ন্ত্রণে।

এদিকে শস্যচুক্তি ভেঙে যাওয়ার পর মঙ্গলবারে ইউক্রেইনের প্রথম জাহাজ ওডেসা বন্দর ছেড়েছে। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজটি বন্দরে আটকে ছিল।

ইউক্রেইনের ইনফ্রাস্ট্রাকচার মিনিস্টার ওলেকজেন্ডার কুব্রাকভ জানান, হংকং এর পতাকাবাহী জোসেফ শুল্টে জাহাজটি খাদ্যপণ্যসহ ৩০ হাজার টন মালামাল নিয়ে তুর্কিয়ের বসপোরাসের পথে রওনা দিয়েছে।