ট্রানজিশন টিমের গুরুত্বপূর্ণ ও উচ্চ পদের বেশ কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার সকালে গ্রিনপয়েন্টের ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন পদে সদ্য নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নাম ঘোষণা করেন মামদানি।
ঘোষণা অনুযায়ী, মেয়রের ইন্টারগভার্নমেন্টাল অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহমিলা এডওয়ার্ডস। দায়িত্ব গ্রহণের পর তিনি শহর ও স্টেইট গভার্নমেন্টের যোগাযোগ সংযোগকারী হিসেবে কাজ করবেন।
মামদানি বলেন, ‘এ পদে এডওয়ার্ডকে পাওয়া সম্মানজনক। সমন্বয় সাধনের এ দায়িত্বটি সাশ্রয়ী সেবার লক্ষ্য বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ।‘
এডওয়ার্ড বর্তমানে নিউ ইয়র্ক সিটির অন্যতম বৃহৎ ইউনিয়ন ডিসি ৩৭ এর সহকারী পরিচালক হিসেবে কর্মরত। মেয়র নির্বাচনে তিনি মামদানির একজন গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন।
এছাড়াও মামদানির মেয়র প্রশাসনের ডিরেক্টর অব অ্যাপয়েন্টমেন্টস পদে দায়িত্ব পেয়েছেন ক্যাথরিল আলমোন্ট দা কোস্তা।
এক দশক আগে একই প্রশাসনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।
দা কোস্তা বলেন, ‘এ প্রশাসনে কাজ করতে পারা সম্মানজনক। সাশ্রয়ী পরিকল্পনা পূরণে মেধাবীদের নিয়োগ সংক্রান্ত কাজে যুক্ত হতে পারা আনন্দদায়ক।‘
শিগগিরই প্রশাসনের ম্যনেজমেন্ট অ্যান্ড বাজেট অফিসের পরিচালক পদে নাম ঘোষণা করবেন মামদানি।
ট্রানজিশন টিমে যোগ দিতে বিভিন্ন পদে প্রায় ৭০ হাজার আবেদন পেয়েছে মামদানি প্রশাসন।
দলটি পহেলা জানুয়ারি মামদানি ক্ষমতা গ্রহণের পর নীতি নির্ধারণ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।