ইউক্রেইনকে আরও সামরিক সহায়তা দেবে অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

জুলাই ২৬ ২০২৩, ১৪:৩১

ইউক্রেইনকে আরও এক নিরাপত্তা সহায়তা দেয়ার ঘোষণা অ্যামেরিকার। ছবি: সংগৃহীত

ইউক্রেইনকে আরও এক নিরাপত্তা সহায়তা দেয়ার ঘোষণা অ্যামেরিকার। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনের জন্য আরও একটি সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে পেন্টাগন।

অ্যামেরিকার প্রতিরক্ষা সদর দফতর মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ৪০০ মিলিয়ন ডলারের নতুন এই প্যাকেজে থাকবে প্যাট্রিয়ট ও ন্যাশনাল অ্যাডভান্স সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের জন্য নতুন অস্ত্রশস্ত্র, স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট, জ্যাবলিন অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম, এইচআইএমএআরএস মিসাইল, আর্টিলারি এবং মর্টার রাউন্ডসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম।

অ্যামেরিকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যানাতলি অ্যান্তোনভ পেন্টাগনের এই সিদ্ধান্তকে অনৈতিক ও হিতাহিতজ্ঞান বহির্ভূত কাজ বলেছেন।

তিনি জানিয়েছেন, এসব সহায়তার মাধ্যমে ইউক্রেইনকে পাপেট হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন ডিসি।

অ্যামেরিকা নিজেকে কিয়েভের নিঃস্বার্থ শুভাকাঙ্খী হিসেবে প্রমাণ করতে চায় জানিয়ে তিনি বলেছেন, ইউএস প্রকৃতপক্ষে মানুষের আরও দুঃখ, যন্ত্রণা ও মৃত্যু চায়।

অ্যামেরিকাকে কিয়েভের সন্ত্রাসী পরিকল্পনার স্পন্সর আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন