এই প্রথম আইসিসি বিশ্বকাপের আয়োজক অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

জুলাই ২৯ ২০২৩, ১০:৪৫

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

  • 0

টি-টোয়েন্টি মেন'স ওয়ার্ল্ডকাপ- ২০২৪ আগামী বছরের ৪ জুন অনুষ্ঠিত হবে। শেষ হবে ৩০ জুন। নবম এই আসর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে অ্যামেরিকা।

এর মাধ্যমে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে অ্যামেরিকা। ১০টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এজন্য চলতি সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল অ্যামেরিকার তালিকাভুক্ত কয়েকটি ভেন্যু পরিদর্শন করবে।

ইতোমধ্যে ফ্লোরিডার লডারহিলে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও টুর্নামেন্ট ও অনুশীলন ম্যাচ আয়োজনের তালিকায় রয়েছে মরিসভিল, ডালাস এবং নিউইয়র্কের কয়েকটি ভেন্যু।

কিন্তু এখনও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউ ইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্ক।

আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাওয়া বাধ্যতামূলক। চলমান মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম আসরের ম্যাচগুলো এখন মরিসভিল ও ডালাসে অনুষ্ঠিত হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেট (ইউএসএসি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে ভেন্যুগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

এই আসরে মোট ২০টি টিম অংশ নেবে। এর মধ্যে সরাসরি ১২টি দল এবং বাছাই পর্ব খেলে ৮টি দল বিশ্বকাপে পা রাখবে।

ইতোমধ্যে বাছাই ছাড়া স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও অ্যামেরিকা এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আটটি দল: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস এবং আফগানিস্তান ও বাংলাদেশ পরের আসরে খেলা নিশ্চিত করেছে।

বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি।