শহরের কর্মকর্তারা বলছেন, রোববার সন্ধ্যা ৬টার পরে আঘাত করা ঝড়ে আনুমানিক ৫০ থেকে ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভার্জিনিয়ার ওয়েকফিল্ডের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের এক টুইটে বলা হয়েছে, ‘রাডারে ধ্বংসাবশেষের চিত্র, ক্ষয়ক্ষতির রিপোর্ট এবং ঝড়ের ভিডিওর ভিত্তিতে আমরা নিশ্চিত করতে পারি এটি একটি টর্নেডো ছিল।’
সিটি ম্যানেজার প্যাট্রিক ডুহানি রোববার রাতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
রিভার রোড এবং এন গ্রেট নেক রোড এলাকায় বেশিরভাগ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আপার চেলসি রিচ এবং হাভারশামও আঘাত করে টর্নেডো।
ভার্জিনিয়া ন্যাচারাল গ্যাস কর্তৃপক্ষ বেশ কয়েকটি বাড়িতে গ্যাস লিক মেরামত করেছে। এছাড়া গ্যাস বিভ্রাটের এক হাজারের মতো রিপোর্ট পেয়েছে কর্তৃপক্ষ।
শহর কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষ অপসারণের জন্য কক্স হাই স্কুল এবং অ্যাডাম কিলিং রোডের ব্রিজের মধ্যবর্তী গ্রেট নেক রোড পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। রাস্তা পরিষ্কারের কাজ সোমবার ভোর 8টা থেকে শুরু হওয়ার কথা।
বৈরী আবহাওয়ার কারণে রোববার ভার্জিনিয়া বিচে সামথিং ইন দ্য ওয়াটার ফেস্টিভ্যালে তৃতীয় দিনের সমস্ত ইভেন্ট বাতিল করা হয়।