ইসরায়েলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
অ্যামেরিকার গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ অভিযোগ করেন। সাক্ষাৎকারটি প্রকাশ হয় সোমবার।
ইরানে গত ১৩ জুন ইসরায়েলি হামলায় শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এ মন্তব্য করেন ইসলামি প্রজাতন্ত্রটির প্রেসিডেন্ট।
গত মাসে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে তেল আবিবসহ ইসরায়েলি বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করে ইরান। দুই পক্ষের মধ্যে ১২ দিন ধরে চলা এ সংঘাত অ্যামেরিকার মধ্যস্থততায় বন্ধ হয় ২৪ জুন।
পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের নির্ধারিত আলোচনার দুই দিন আগে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল। এর ফলে কোনো চুক্তিতে পৌঁছার আগেই স্থগিত হয়ে যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা।
ইসরায়েল পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল কি না, তা তার কাছে জানতে চান কার্লসন। জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’
সাম্প্রতিক যুদ্ধে গুপ্তহত্যার চেষ্টার অভিযোগ করে পেজেশকিয়ান আরও বলেন, ‘আমাকে হত্যাচেষ্টার পেছনে অ্যামেরিকা ছিল না। আমি বৈঠকে ছিলাম…আমরা যে এলাকায় বৈঠক করছিলাম, সেখানে বোমাবর্ষণের চেষ্ট করেছিল তারা।’
বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলি হামলায় ৯ শতাধিক ইরানের নাগরিক নিহত হন বলে জানায় দেশটির বিচার বিভাগ।
অন্যদিকে ইরানের হামলায় ২৮ ইসরায়েলি নিহত হন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।