ব্রঙ্কসে এমটিএ বাসের ধাক্কায় গুরুতর আহত ৮

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬ ২০২৫, ১২:০৭

নিউ ইয়র্ক সিটির সড়কে যাত্রীবাহী এমটিএ বাস। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির সড়কে যাত্রীবাহী এমটিএ বাস। ছবি: রয়টার্স

  • 0

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, বাসটি উঁচু রাস্তায় চলার সময় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়, যা পরে দুর্ঘটনায় রূপ নেয়।

ব্রঙ্কসে সড়কে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথিরিটি-এমটিএ বাসের নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় চালক ও যাত্রীসহ ৮জন গুরুতর আহত হয়েছেন।

আইউটনেস নিউজ জানায়, সোমবার দুপুর ২টার আগে সিক্স হানড্রেড সিক্সটি ফাইভ ইস্ট. ওয়ান সিক্সটি থ্রি স্ট্রীট, কলডুয়েল অ্যাভিনিউ ও ট্রিনিটি অ্যাভিনিউয়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই জানায়, নিয়ন্ত্রণ হারানো বাসটি প্রথমে ওয়ান সিক্সটি থ্রি স্ট্রীট ও কলডুয়েল অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি স্কুলের সামনে দুটি গাড়িকে ধাক্কা দেয়।

এর মধ্যে ধূসর রঙের সেডান ব্র্যান্ডের গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অপর একটি পার্ক করা গাড়ির একপাশ ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

কিছু ব্লক দূরে বাসটি একটি এসইউভি গাড়িকে ধাক্কা দিয়ে ফুটপাতে তুলে দেয় ও গাড়ির পেছনের অংশ পুরোপুরি ভেঙে ফেলে।

এ সময় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইসিয়াহ রস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেস, পুলিশ উপস্থিত হতে দেখেছি।

গাড়িগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে। ভাগ্য ভালো যে গাড়ির পেছনের অংশে কেউ ছিল না।’

বাস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।

এমটিএ কর্তৃপক্ষ বাসচালকের শারীরিক অবস্থা, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার মতো বিষয়গুলো সম্ভাব্য কারণ হিসেবে গুরুত্ব দিচ্ছে।

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, বাসটি উঁচু রাস্তায় চলার সময় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়, যা পরে দুর্ঘটনায় রূপ নেয়।