ট্রাম্পের সমাবেশে বর্ণবাদী মন্তব্য, বাড়ছে কামালার ল্যাটিনো ভোটব্যাংক

টিবিএন ডেস্ক

অক্টোবর ৩০ ২০২৪, ১৫:০৯

কামালা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

কামালা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

পুয়ের্তো রিকোর ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোট দিতে না পারলেও ল্যাটিনো বা হিসপ্যানিক ভোটাররা পাল্টে দিতে পারেন আসন্ন নির্বাচনে জয় পরাজয়ের হিসেব। পুয়ের্তো রিকো নিয়ে নির্বাচনি সমাবেশে এক মন্তব্যের জেরে ট্রাম্প বিমুখ হয়ে অনেক ল্যাটিনো ভোটারই যুক্ত হতে শুরু করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসের ভোটব্যাংকে।

জর্জিয়ায় ল্যাটিনো কমিউনিটির অনেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভোটদানে আগ্রহী করে তোলার কাজ করে যাচ্ছেন। জর্জিয়া ল্যাটিনো অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস অ্যাকশন নেটওয়ার্ক নামের এমন একটি সংগঠন বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে যেতে বলছেন সেখানকার ল্যাটিনো ভোটারদের।

আগাম ভোটে অংশ নেয়া সেখানকার প্রায় তিন মিলিয়ন ভোটারের মধ্যে মাত্র ৭২ হাজার ল্যাটিনো ভোটার। তবে এই কম সংখ্যাকে ভোটে তাদের অনাগ্রহ হিসেবে বিবেচনা করতে চাননা অনেকেই। তাদের মতে ল্যাটিনো ভোটারদেরে মধ্যে প্রত্যক্ষ ভোট নিয়ে বর্তমানে তেমন আগ্রহ লক্ষ্য করা না গেলেও কমেডিয়ান টনি হিন্চক্লিফের মন্তব্যের পর এই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে।

হিন্চক্লিফের মন্তব্যের পর প্রকাশ্যে কামালা হ্যারিসের প্রতি নিজের সমর্থনের ঘোষণা দেন পুয়ের্তো রিকান র‍্যাপার ব্যাড বানি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও ল্যাটিনো বা হিস্পানিক ভোটারদের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের। ভোটাররা এই ধরণের ঘটনার পর নিজেদের ভোটাধিকার নিয়ে সচেতন হবেন বলেও মনে করছেন তারা। তাছাড়া পুয়ের্তো রিকো নিয়ে নেতিবাচক মন্তব্যকে ক্যারিবিয়ান অঞ্চলের অন্যানদের প্রতি আঘাত হিসেবেও দেখছেন ভোটাররা।