হাডসন নদীতে নৌযানে বিস্ফোরণে একজন নিহত, দুজন আহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৪ ২০২৫, ২৩:৫৪

বর্জ্যপানি শোধনাগারের কাছে বিস্ফোরণটি হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে ইউএস কোস্ট গার্ড। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

বর্জ্যপানি শোধনাগারের কাছে বিস্ফোরণটি হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে ইউএস কোস্ট গার্ড। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

  • 0

কোস্ট গার্ড জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হওয়া বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান বাহিনীর কর্মীরা।

নিউ ইয়র্কের হাডসন নদীতে শনিবার বর্জ্য পরিবহনকারী একটি নৌযানে বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও অপর দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তাদের ভাষ্য, নোঙর করে রাখা নৌযানটিতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, বর্জ্যপানি শোধনাগারের কাছে বিস্ফোরণটি হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে ইউএস কোস্ট গার্ড।

বাহিনীটি আরও জানায়, বিস্ফোরণের সঙ্গে নোঙর করে রাখা নৌযানে হট ওয়ার্কের (ওয়েল্ডিংয়ের মতো কাজ) সম্পর্ক রয়েছে বলে খবর পাওয়া গেছে।

কোস্ট গার্ড জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হওয়া বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান বাহিনীর কর্মীরা।

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ ডেভিড সিমস সংবাদ সম্মেলনে জানান, ‘হান্টস পয়েন্ট’ নামের মোটরচালিত একটি নৌযানে বিস্ফোরণটি হয়। এটি অশোধিত বর্জ্য বহন করত।

সিমসের ভাষ্য, বিস্ফোরণে পিয়ার ও নৌযানের মাঝামাঝি এলাকায় এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার কারণ খুঁজছে ব্যুরো অব ফায়ার।

নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি নিউ ইয়র্ক সিটির এনভায়রনমেন্টাল প্রটেকশন ডিপার্টমেন্টে ৩৩ বছর ধরে কাজ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

আহত দুই কর্মীর মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসা নেবেন না বলে জানিয়েছেন।

বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে, তবে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বিবৃবিতে জানিয়েছেন, এটি অপরাধমূলক কর্মকাণ্ড, এমন কোনো সন্দেহ নেই।