এডুকেশন ডিপার্টমেন্টের ১৪০০ কর্মী ছাঁটাইয়ে ট্রাম্পকে সায় সুপ্রিম কোর্টের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪ ২০২৫, ১৯:৫৭ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৮:৪২

এডুকেশন ডিপার্টমেন্ট ভবন। ছবি: এডসোর্স

এডুকেশন ডিপার্টমেন্ট ভবন। ছবি: এডসোর্স

  • 0

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনি প্রচারে ট্রাম্পের অন্যতম অঙ্গীকার ছিল ডিপার্টমেন্টটির বিলুপ্তি।

এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি এর অধীন প্রায় এক হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, বোস্টনে ইউএস ডিস্ট্রিক্ট জাজ মিয়ং জুন ছাঁটাইয়ে প্রাথমিক স্থগিতাদেশের পাশাপাশি বৃহত্তর পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করে যে আদেশ দিয়েছিলেন, তা সোমবার স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট, তবে সর্বোচ্চ আদালতের উদারপন্থি তিন বিচারপতি এ আদেশে ভিন্নমত পোষণ করেন।

জুন তার লিখিত আদেশে বলেছিলেন, ছাঁটাই এডুকেশন ডিপার্টমেন্টকে পঙ্গু করে দিতে পারে। এর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করলে বিচারক জুনের আদেশ স্থগিত করতে অস্বীকৃতি জানায় ফেডারেল আপিল আদালত।

এমন বাস্তবতায় সুপ্রিম কোর্টের আদেশের ফলে এডুকেশন ডিপার্টমেন্টকে পর্যায়ক্রমে বন্ধের কাজ ফের শুরু করতে পারবে প্রশাসন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনি প্রচারে ট্রাম্পের অন্যতম অঙ্গীকার ছিল ডিপার্টমেন্টটির বিলুপ্তি।

এবিসি নিউজ জানায়, সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যাহন।

তিনি বলেছেন, এডুকেশন ডিপার্টমেন্টে জনবল কমানো অব্যাহত থাকবে। একই সঙ্গে স্টেইটগুলোর হাতে শিক্ষার দায়িত্ব ফেরানোর প্রচেষ্টা চলবে।

ম্যাকম্যাহন এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্ট সোমবার আরও একবার নিশ্চিত করল যে, নির্বাহী বিভাগের প্রধান হিসেবে ফেডারেল সংস্থাগুলোর কর্মীর সংখ্যা, প্রশাসনিক বিন্যাস ও দৈনন্দিন কার্যক্রমের ওপর চূড়ান্ত কর্তৃত্ব স্পষ্টত অ্যামেরিকার প্রেসিডেন্টের।

বিবৃতিতে তিনি আরও বলেন, আজকের আদেশ শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য বিজয়, তবে এটি একই সঙ্গে লজ্জার। কারণ অ্যামেরিকার সংবিধান প্রদত্ত কর্তৃত্বের বলে তাকে নির্বাচিত করা অ্যামেরিকানদের জন্য সংস্কারকে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সায় দিতে এগিয়ে আসতে হলো সুপ্রিম কোর্টকে।