‘ওয়ান বিগ বিউটিফুল বিল’
ট্রাম্পের বিশাল করছাড় ও অভিবাসন প্যাকেজে হাউজের অনুমোদন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২২ ২০২৫, ১৭:৫৪ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ৯:৪২

বিল নিয়ে বৃহস্পতিবার ভোটের পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন হাউসের স্পিকার মাইক জনসন। ছবি: ওয়াশিংটন পোস্ট

বিল নিয়ে বৃহস্পতিবার ভোটের পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন হাউসের স্পিকার মাইক জনসন। ছবি: ওয়াশিংটন পোস্ট

  • 0

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত বিলটিতে ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া ট্রিলিয়ন ডলার করছাড় অব্যাহত রাখার পাাশাপাশি গত নির্বাচনে প্রচারের সময়কার প্রতিশ্রুতিগুলো যোগ করা হয়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশাল করছাড় ও অভিবাসন এজেন্ডা বৃহস্পতিবার সকালে অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।

ওয়াশিংটন পোস্ট জানায়, বিলটি ফেডারেল সরকার ও অর্থনীতির জন্য রূপান্তরকারী হবে বলে মনে করছেন রিপাবলিকানরা। একই সঙ্গে এটি অভিবাসীদের বিতাড়নে হোয়াইট হাউসকে ক্ষমতায়িত করার পাশাপাশি সেনাবাহিনীকে শক্তিশালী করবে বলে মনে করছেন তারা।

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত বিলটিতে ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া ট্রিলিয়ন ডলার করছাড় অব্যাহত রাখার পাাশাপাশি গত নির্বাচনে প্রচারের সময়কার প্রতিশ্রুতিগুলো যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বকশিস হিসেবে পাওয়া অর্থ ও অতিরিক্ত সময় কাজ করে পাওয়া অর্থের ওপর করছাড় এবং নতুন করে শত শত বিলিয়ন ডলার ব্যয়।

দীর্ঘ আলোচনার পর বিলটি ২১৫-২১৪-১ ভোটে হাউসে পাস হয়।

কংগ্রেশনাল বাজেট অফিস, আইনপ্রণেতাদের নির্দলীয় হিসাবরক্ষকদের আভাস অনুযায়ী, ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ পাসের পর ১০ বছর ধরে জাতীয় ঋণে আরও দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার যোগ হবে। বর্তমানে জাতীয় ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলারের বেশি।

বিশাল এ ব্যয়ের সঙ্গে সঙ্গতি রাখতে এক দশক ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে ব্যয় কমানো হবে ১ ট্রিলিয়ন ডলারের বেশি। এ ছাড়া প্রস্তাবিত এ আইনে আগামী ১০ বছরে মেডিকেয়ারে ব্যয় প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা করা হয়েছে।