এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয় যে, রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে, তারা ইউক্রেইনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে তাগানরোগ শহরে ইউক্রেইনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে ২০ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রটি একটি আর্ট মিউজিয়ামের কাছে ভূপাতিত হয়।
ইউক্রেইনের ‘সন্ত্রাসী হামলার’ অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ শহরের ওপর এসে পড়েছে।
ইউক্রেইনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলোভ বিস্ফোরণের জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন।
রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে, তারা আজোভ শহরের কাছে ইউক্রেইনের আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যার ধ্বংসাবশেষ রোস্তোভ অঞ্চলে তাগানরোগের মত একটি জনবহুল স্থানে পড়েছিল।
এর আগে মস্কোর বাইরে ইউক্রেইনের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয় মিনিস্ট্রির পক্ষ থেকে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানায়নি মিনিস্ট্রি এবং ড্রোনটি ভূপাতিত করার সঠিক অবস্থানও জানায়নি।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন, বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করে আসছে। ইউক্রেইনের কর্মকর্তারা হামলার পিছনে থাকার বিষয়টি নিশ্চিত করেন নি। এর মধ্যে ক্রেমলিনের উপর ড্রোন হামলা অন্তর্ভুক্ত রয়েছে। ক্রেমলিনে হামলা রাশিয়ানদের অস্থির করে তুলেছে।
এদিকে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরস্কি বলেন, রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেইনের কিছু অংশে তার সৈন্যরা এগিয়ে যাচ্ছে এবং রাশিয়াকে যুদ্ধের ১৮ মাসের মধ্যে কঠোর প্রতিরোধের মুখোমুখি করেছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘শত্রুরা প্রতি সেন্টিমিটারে আঁকড়ে ধরে আছে, তারা তীব্র আর্টিলারি ও মর্টার হামলা চালাচ্ছে।’
সম্প্রতি ৬০০ মাইলেরও বেশি ফ্রন্টলাইন বরাবর একাধিক স্থানে লড়াই হয়েছে। ইউক্রেইন ক্রেমলিনের বাহিনীকে পিছু হঠানোর জন্য হাতে পাওয়া পশ্চিমা অস্ত্র মোতায়েন করেছে। ইউক্রেইন গুরুত্বপূর্ণ বিমান সহায়তা ছাড়াই আক্রমণ করছে এবং শত্রুর মুখোমুখি হচ্ছে।
এক পশ্চিমা কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেইন দক্ষিণ-পূর্বাঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করেছে। পুতিন সেখানে লড়াই তীব্র হয়েছে স্বীকার করলেও জোর দিয়ে বলেছেন কিয়েভের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।