স্যান্টাক্রুয পুলিশ জানায়, ডিক্সন ল্যান্ডিং রোড এলাকা থেকে গুলি চালনার দুটি ঘটনার খবর পায় তারা। এর মধ্যে একটি ঘটনায় ইন্টারস্টেইট ৮৮০-তে পাঁচ বছরের একটি মেয়ে প্রাণ হারায়।
স্যান্টাক্রুয পুলিশের বিবৃতিতে জানানো হয়, গুলির ঘটনায় সন্দেহজনক একটি গাড়ি শনিবার রাত সাড়ে ৯টার দিকে শনাক্ত করা হয়। পরে স্যান্টাক্রুয কাউন্টিতে গাড়িটি থামিয়ে আটক করা হয় সন্দেহভাজন তিন আরোহীকে।
বিবৃতিতে পুলিশ জানায়, গাড়িটিকে থামার ইঙ্গিত দিলে চালক উল্টো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ অফিসারেরাও এ সময় পিছু ধাওয়া করেন।
পালানোর চেষ্টার সময় গাড়ির এক আরোহী একটি আগ্নেয়াস্ত্র রাস্তায় ফেলে দেন। কিছু দূর যাওয়ার পর চালক গাড়িটি থামাতে বাধ্য হন। গাড়ি থেকে ফেলে দেয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেয়েটির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।