হাইতিতে সন্তানসহ অপহৃত অ্যামেরিকান নার্স মুক্ত

টিবিএন ডেস্ক

আগস্ট ৯ ২০২৩, ১৪:২০

স্বামী স্যান্ড্রো ডরসেনভিলের সঙ্গে অ্যালিক্স ডরসেনভিল (ডানে)। ছবি: এল রোই হাইতি

স্বামী স্যান্ড্রো ডরসেনভিলের সঙ্গে অ্যালিক্স ডরসেনভিল (ডানে)। ছবি: এল রোই হাইতি

  • 0

হাইতিতে প্রায় দুই সপ্তাহ আগে মেয়ে শিশুসহ অপহৃত অ্যামেরিকান নার্স অ্যালিক্স ডরসেনভিলকে ছেড়ে দেয়া হয়েছে। তার কর্মস্থল ‘এল রোই হাইতি’র বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি সেভেন।

খ্রিষ্টান দাতব্য প্রতিষ্ঠান এল রোই হাইতি বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘কৃতজ্ঞতা এবং অপরিমেয় আনন্দের সঙ্গে জানাই আমাদের কর্মী ও বন্ধু অ্যালিক্স ডরসেনভিল এবং তার সন্তান নিরাপদে ফিরে এসেছে… ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন!’

অ্যালিক্স ডরসেনভিল এল রোই হাইতির পরিচালক ও প্রতিষ্ঠাতা স্যান্ড্রো ডরসেনভিলের স্ত্রী।

ডরসেনভিল ও তার অল্পবয়সী মেয়েকে গত ২৭ জুলাই পোর্ট-অ-প্রিন্সের এল রয় কম্পাউন্ড থেকে অপহরণ করা হয়।

হাইতিয়ান আইন প্রয়োগকারী সূত্রের তথ্য অনুযায়ী, অপহরণের পরপরই তাকে মুক্ত করার প্রচেষ্টা শুরু হয়।

হাইতি সম্বন্ধে অ্যামেরিকার লেভেল-ফোর সতর্কতা (অপহরণ, অপরাধ, নাগরিক অস্থিরতা এবং দরিদ্র স্বাস্থ্যসেবা) জারির কয়েক দিনের মধ্যে এ ঘটনা ঘটল। ইউএস স্টেইট ডিপার্টমেন্ট এ ব্যাপারে হাইতিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করে। জরুরি নয়, এমন সব সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের হাইতি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে দরিদ্র এ দেশটি ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যার পর থেকে চরম রাজনৈতিক সংকটে রয়েছে। ক্রাইম গ্যাংগুলো দেশটির সম্পদের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। দ্বীপটিতে অপহরণ এবং সশস্ত্র ডাকাতির মতো সহিংস অপরাধ খুবই সাধারণ বিষয়।

হাইতির কর্মকর্তারা দেশটিতে সশস্ত্র গ্যাংদের দখল রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন।

গত মাসের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস হাইতির জন্য একটি বহুজাতিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।

হাইতির স্থানীয় আইন প্রয়োগকারীদের প্রশিক্ষণ দিতে ১০০০ পুলিশ অফিসার পাঠানোর প্রস্তাব দিয়েছে কেনিয়া।


0 মন্তব্য

মন্তব্য করুন