নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।
এ নির্বাচনে ভোট শুরুর মুহূর্ত থেকে দেখা গেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
প্রকৃত কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও বিগত নির্বাচনগুলোর তুলনায় এ বছর বাংলাদেশি কমিউনিটির ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশি অভিবাসীরা পরিবারের সব সদস্যকে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। নারী, পুরুষ কিংবা তরুণ—বাংলাদেশি ভোটার হিসেবে কারও উপস্থিতিই যেন কম নয়।
অনেকে আবার শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন ভোটের মাঠে।
নতুন প্রজন্মের তরুণ প্রতিনিধি জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর কারণে নির্বাচনে গুরুত্বও বেড়েছে বেশ কয়েক গুণ।
ভোট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি তরুণ, শ্রমজীবিরা গুরুত্ব দিচ্ছেন মেয়র প্রার্থীদের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলো।
এসব প্রতিশ্রুতির মধ্যে গুরুত্ব পাচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলার অবনতির মতো বিষয়গুলোর সমাধান।
নির্বাচিত মেয়র আগামী ৪ বছর নিউ ইয়র্ককে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন জনগুরুত্ব বিবেচনায় মানবিক উন্নয়নে কাজ করবেন এমন আশা ভোটারদের।