প্লাস্টিকে মোড়ানো অবস্থায় স্বামী সন্তানসহ টিকটক তারকার মৃতদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৫, ৯:৩১

টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবাই। ছবি: এনডিটিভি

টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবাই। ছবি: এনডিটিভি

  • 0

পরিবারটিকে প্রথমে দোকানে হত্যা করা হয় এবং পরে তাদের মরহগুলো অন্য স্থানে নিয়ে গিয়ে পিকআপ ট্রাকে ফেলা হয়।

মেক্সিকোর গুয়াদালাজারার সান আন্দ্রেস এলাকার একটি পিকআপ ট্রাকের ভেতর থেকে টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবাই ও তার পরিবারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তপক্ষ জানায়, মৃতদেহগুলোর মধ্যে ৩২ বছরের গারিবাই, তার ৩৬ বছর বয়সী স্বামী রবার্তো কার্লোস গিল লিসিয়া, ১৩ বছরের ছেলে গায়েল সান্তিয়াগো এবং ৭ বছরের মেয়ে রেজিনা রয়েছে। তাদের মৃতদেদেহ প্লাস্টিকে মোড়ানো ছিল।

দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রসিকিউটর আলফোনসো গুতেরেস সানটিলান বলেন, হত্যাকাণ্ডটি কার্টেল সহিংসতার সাথে যুক্ত বলে মনে হচ্ছে।

ল্যাটিন টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদন্তকারীরা ট্রাকের রুট অনুসরণ করে একটি নিকটস্থ অটো মেরামত শপে পৌঁছান, যেখানে পুলিশ রক্তের দাগ, গুলির শেল এবং অন্যান্য বলিস্টিক প্রমাণ উদ্ধার করেছেন।

প্রমাণের ভিত্তিতে, কর্তৃপক্ষ সিদ্ধান্তে এই পৌঁছেছে যে পরিবারটিকে প্রথমে দোকানে হত্যা করা হয় এবং পরে তাদের মরহগুলো অন্য স্থানে নিয়ে গিয়ে পিকআপ ট্রাকে ফেলা হয়।

প্রসিকিউটর সানটিলান বলেন, যদিও ফরেনসিক ফলাফল এখনো আসেনি তবে ব্যালিস্টিক এবং রক্তের দাগ থেকে এটি প্রায় নিশ্চিতভাবে বলা যায় তাদের এই দোকানেই হত্যা করা হয়েছে।

তদন্তের সময় শপের দুই কর্মী হেক্টর ম্যানুয়েল ভ্যালদিভিয়া মার্টিনেজ এবং এল চিনো নামে পরিচিত এক সন্দেহভাজনকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রসিকিউটরের অফিস থেকে বেরিয়ে আসার পর,ওই দুই ব্যক্তিকে একটি সশস্ত্র দল এবং তাদের সাথে থাকা দুই আত্মীয়ের দ্বারা অতর্কিত আক্রমণ করা হয়। অপহরণের সময়, এল চিনো পালিয়ে যেতে সক্ষম হয় এবং অন্য তিনজন নিখোঁজ থাকে।

প্রসিকিউটর অফিস ত্যাগ করার পর, একই দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা দুই আত্মীয়কে একটি সশস্ত্র দল অপহরণ করে। এদের মধ্যে এল চিনো পালাতে সক্ষম হলেও বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

গারিবাই একজন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার ছিলেন। টিকটকে তার ৪৪,০০০-এরও বেশি ফলোয়ার ছিল। তিনি প্রায়ই ভিডিওতে লাক্সারি লাইফস্টাইল দেখাতেন। ডিয়র, গুচির মতো উচ্চমানের পণ্য, বিলাসবহুল গাড়ি, কসমেটিক সার্জারি এবং ব্যয়বহুল হলিডে ডেস্টিনেশনের ভিডিও পোস্ট করতেন।

এছাড়া গারিবাই নারকো-করিডো নামে মেক্সিকান ব্যালাডে লিপ-সিং ভিডিওও পোস্ট করতেন, যা ড্রাগ কার্টেল এবং তাদের কর্মকাণ্ডকে প্রশংসা করে। তার প্রকাশিত কিছু ভিডিও ইঙ্গিত দিত যে গারবাইয়ের স্বামী কার্টেলের সঙ্গে যুক্ত ছিলেন।

কর্তৃপক্ষের মতে এই দম্পতির সাথে অপরাধী গোষ্ঠীর কোনো ধরণের দ্বন্দ্ব থাকতে পারে।