ভারত: মন্দিরে পূণ্যার্থিদের ভারে ভাঙল স্ল্যাব, কুয়ায় পড়ে নিহত ৩৫

টিবিএন ডেস্ক

মার্চ ৩১ ২০২৩, ১২:৪৭

ভারত: মন্দিরে পূণ্যার্থিদের ভারে ভাঙল স্ল্যাব, কুয়ায় পড়ে নিহত ৩৫
  • 0

ভারতের মধ্য প্রদেশে মন্দিরের কুয়ায় পরে ৩৫ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। এখনও নিখোঁজ আছেন একজন।

ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে বৃহস্পতিবার রাম নবমীর পূজা চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পূজার সময় পূণ্যার্থিদের একটা বড় অংশ কনক্রিটের স্ল্যাবের উপর দাঁড়িয়ে ছিলেন। ওই স্ল্যাব দিয়ে মন্দিরের কুয়া ঢেকে রাখা হয়েছিল। পূণ্যার্থিদের ভারে হঠ্যাৎ ওই স্ল্যাব ভেঙে পড়ে, তারা প্রায় ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে যায়। 

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইলায়ারাজা টি জানান, দুর্ঘটনার পর ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ২ জন সেখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনাস্থলে এখনও একজন নিখোঁজ থাকার তথ্য আছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধারকাজে আছেন স্টেইট ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৭৫ সদস্যের একটি দল।

মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মূখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার জন্য তিনি ৫০ হাজার রুপি দেয়ার কথাও জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য আরও ২০০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন