মেসির পর পিএসজি ছাড়ছেন রামোসও

টিবিএন ডেস্ক

জুন ৩ ২০২৩, ৩:২৩

পিএসজির জার্সিতে স্প্যানিশ ডিফেন্ডার সার্হিও রামোস। ছবি: টুইটার

পিএসজির জার্সিতে স্প্যানিশ ডিফেন্ডার সার্হিও রামোস। ছবি: টুইটার

  • 0

লিওনেল মেসির ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণার এক দিন পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন সার্হিও রামোস। এক টুইটে রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

শনিবার রাতে পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন ৩৭ বছর বয়সী রামোস। বিদায়বেলায় ক্লাব ও এর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।

শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে রামোস লেখেন, ‘কাল বিশেষ একটা দিন। জীবনের আরেকটা পর্বকে আমি কাল বিদায় জানাচ্ছি। পিএসজিকে বিদায় জানাচ্ছি। জানি না কতগুলো জায়গাকে নিজের বাড়ি বলে মনে হয়, তবে নিঃসন্দেহে পিএসজি, এর ফ্যান ও প্যারিস আমার কাছে তেমনটাই ছিল। অসাধারণ দুটি বছর, যে সময়ে আমি সবগুলো টুর্নামেন্ট খেলেছি ও নিজের সবটুকু উজাড় করে দিয়েছি তার জন্য ধন্যবাদ।’

রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৬ বছর খেলার পর ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। ওই একই সময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসিও।

দুই মৌসুমে ক্লাবের হয়ে দুটি লিগ শিরোপা জেতা ছাড়াও রামোস জিতেছেন একটি ফ্রেঞ্চ কাপ ও ফ্রেঞ্চ সুপার কাপ। পিএসজির পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে সেটি এখনও জানাননি তিনি।

মৌসুমের শেষ ম্যাচ খেলবে শনিবার ক্লেমর ফুতের বিপক্ষে মাঠে নামছে আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি।

মেসি ও রামোসের জন্য এটিই হতে যাচ্ছে পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ। 


0 মন্তব্য

মন্তব্য করুন