
নড়ছিল যাত্রীর লাগেজ, খুলতেই বের হল ২ বছরের শিশু

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪ ২০২৫, ৮:২৮
.jpg)
নিউজিল্যান্ডের বাস কোম্পানি ইন্টারসিটির একটি বাসে এ ঘটনা ঘটে। ছবি: নিউ ইয়র্ক টাইমস
- 0
উদ্ধারের সময় শিশুটির শরীর খুব গরম ছিল।
নিউজিল্যান্ডে একটি যাত্রীবাহী বাস নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে। বাসের চালক হঠাৎ খেয়াল করলেন যাত্রীর কাছে থাকা একটি লাগেজ নড়ছে। সন্দেহ হয় চালকের। এরপর লাগেজটি খুলে দেখা গেল ভেতরে আছে দুই বছর বয়সী এক শিশু।
সঙ্গে সঙ্গে পুলিশকে কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয়। পরে পুলিশ ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারী যাত্রীকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন এক বিবৃতিতে বলেছেন, শিশুকে অবহেলা ও নির্যাতনের অভিযোগে ওই নারীকে অভিযুক্ত করা হয়। তিনি জানান, শিশুটির শরীর খুব গরম ছিল। তবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে, আলাদা একটি অংশে রাখা হয়েছিল। হ্যারিসন বলেন, চালক আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন।
কর্তৃপক্ষ ঐ নারীর পরিচয় প্রকাশ করেনি। এছাড়া শিশুটি লাগেজে কতক্ষণ ছিল বা বাসটি কোন শহরগুলোর মধ্যে ভ্রমণ করছিল সেটিও জানানো হয়নি।
গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে শিশুর প্রতি দুর্ব্যবহার বা অবহেলার অভিযোগ আনা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
বিষয়টি নিউজিল্যান্ডের শিশুবিষয়ক মন্ত্রণালয় ওরাঙ্গা তামারিকিকে জানানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হতে পারে।
বাস কোম্পানি ইন্টারসিটি নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলোকে নিশ্চিত করেছে যে এই ঘটনাটি তাদের একটি গাড়ির মধ্যে ঘটেছে। কোম্পানিটি ৩ বছরের কম বয়সী শিশুদের জন্য ভাড়া নেয় না। তাই শিশুরা প্রাপ্তবয়স্ক যাত্রীদের কোলে বিনামূল্যে ভ্রমণ করতে পারে।