ম্যানহাটনে নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তাসহ তিনজন গুলিবিদ্ধ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮ ২০২৫, ২৩:৫৩ হালনাগাদ: নভেম্বর ৯ ২০২৫, ২৩:২০

মিডটাউন ম্যানহাটন এলাকায় সোমবার বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এনওয়াইপিডির সদস্যরা। ছবি: এএফপি/সিএনএন

মিডটাউন ম্যানহাটন এলাকায় সোমবার বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এনওয়াইপিডির সদস্যরা। ছবি: এএফপি/সিএনএন

  • 0

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, বন্দুক হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হন। প্রাণহানি হয়েছে হামলাকারীর।

মিডটাউন ম্যানহাটন এলাকায় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, বন্দুক হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রাণহানি হয়েছে হামলাকারীর।

পুলিশ জানায়, ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এলাকায় সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটের ঠিক আগে গুলির খবর পেয়ে সাড়া দেন বাহিনীর সদস্যরা।

এলাকাটি ঘিরে রাখার পাশাপাশি ঘটনাস্থলের ভবনটি খালি করা হয়েছে বলে জানতে পেরেছে সিবিএস নিউজ নিউ ইয়র্ক।

পার্ক অ্যাভিনিউ ও লেক্সিংটন অ্যাভিনিউর মাঝামাঝি ইস্ট ৫২ স্ট্রিট সংলগ্ন এলাকা এড়িয়ে যেতে নগরবাসীকে অনুরোধ করেছে এনওয়াইপিডি। একই অনুরোধ আসে মেয়র এরিক অ্যাডামসের তরফ থেকেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরিক অ্যাডামস বলেন, ‘নিউ ইয়র্কবাসী: মিডটাউনে ঠিক এ মুহূর্তে সক্রিয় একজন বন্দুক হামলাকারীর বিষয়ে তদন্ত চলছে। আশপাশে থাকলে দয়া করে যথাযথ নিরাপত্তা সতর্কতা নিন এবং আপনি পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১ স্ট্রিটের কাছে থাকলে বাইরে বের হবেন না।’

সিবিএস নিউজ নিউ ইয়র্কের জেনিফার বিসর‌্যাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের বিপুলসংখ্যক সদস্য।

রয়টার্স জানায়, মিডটাউন ম্যানহাটনের একটি আকাশচুম্বী ভবনের ভেতর গুলি চালানো ব্যক্তিকে হত্যার কথা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগের সদরদপ্তর ছাড়াও হেজ ফান্ড জায়ান্ট ব্ল্যাকস্টোনের মতো বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের দপ্তর রয়েছে।

বন্দুক হামলার বিষয়ে জনগণের কাছে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ, তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, এনওয়াইপিডির কমপক্ষে এক পুলিশ কর্মকর্তা এবং দুজন বেসামরিক নাগরিক বন্দুক হামলার শিকার হন।

সূত্রটি জানায়, গুলিবিদ্ধদের বিষয়ে তথ্য প্রাথমিক। পুলিশ কর্মকর্তা এবং আহত দুজনের অবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক পোস্ট জানায়, বুলেট প্রতিরোধী ভেস্ট পরা বন্দুকধারী এআর স্টাইল রাইফেল নিয়ে পার্ক অ্যাভিনিউর সুউচ্চ অট্টালিকার ভেতরে ঢুকে একজন পুলিশ কর্মকর্তার পাশাপাশি পথচারীকে আহত করেন।

নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।