কর্মীর সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগে বরখাস্ত নেসলে সিইও

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৫, ১১:১০ হালনাগাদ: অক্টোবর ২৫ ২০২৫, ২৩:৩৯

নেসলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেইক্স। ছবি: দ্য অস্ট্রেলিয়ান

নেসলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেইক্স। ছবি: দ্য অস্ট্রেলিয়ান

  • 0

নিজের টিমের একজন নারী কর্মীর সঙ্গে ফ্রেইক্সে এমন অপ্রকাশিত রোমান্টিক সম্পর্ক নেসলের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।

সুইস খাদ্য জায়ান্ট নেসলে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেইক্সেকে বরখাস্ত করেছে।সোমবার কোম্পানিটি জানায়, অভ্যন্তরীণ তদন্তে অফিসের একজন নারী কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের প্রমাণ মেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপি জানায়, নিজের টিমের একজন নারী কর্মীর সঙ্গে ফ্রেইক্সে এমন অপ্রকাশিত রোমান্টিক সম্পর্ক নেসলের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।

এক বছর ধরে সিইওর দায়িত্বে থাকা ফ্রেইক্সের জায়গায় দায়িত্ব নেবেন দীর্ঘদিনের নেসলে নির্বাহী ফিলিপ নাভ্রাটিল।

এ বিষয়ে চেয়ারম্যান পল বুলকে বলেন, ‘এটি ছিল একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত। নেসলের মূল্যবোধ ও শাসনব্যবস্থা আমাদের কোম্পানির শক্ত ভিত্তি।’

তবে তদন্ত সম্পর্কে কোম্পানি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

১৯৮৬ সাল থেকে ফ্রেইক্স নেসলেতে কাজ করেন। তিনি বিশ্বের নানা জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের জানুয়ারিতে নেসলে তাদের ভৌগোলিক কাঠামো নতুনভাবে সাজালে তিনি ‘জোন লাতিন আমেরিকা’র সিইওর দায়িত্ব পান।। পরে ২০২৪ সালের আগস্টে, তৎকালীন সিইও মার্ক স্নাইডারের স্থলাভিষিক্ত হয়ে তিনি নেসলের সর্বোচ্চ পদে নিয়োগ পান এবং ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন।

কোম্পানির শীর্ষ পর্যায়ের পদে পরিবর্তনের ধারায় এটিই সর্বশেষ ঘটনা।