টেক্সাসে বাড়িতে ঢুকে ৫ জনকে হত্যা: সন্দেহভাজন গ্রেফতার

টিবিএন ডেস্ক

মে ৩ ২০২৩, ২০:৫৪

ফ্রান্সিসকো ওরোপেসা। ছবি: সংগৃহীত

ফ্রান্সিসকো ওরোপেসা। ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাসের ক্লিভল্যান্ডের একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচ জনকে হত্যার ঘটনায় সন্দেহেভাজন হামলাকারীকে চার দিন পর গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ২০ মাইল দূরের এলাকায় একটি বাড়ি থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বাড়িটির ক্লজেটে রাখা কাপড় স্তুপের নিচে লুকিয়ে ছিলেন ফ্রান্সিসকো ওরোপেসা নামের ওই ব্যক্তি। এক ব্যক্তির এফবিআইকে দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে ওরোপেসাকে মঙ্গলবার সন্ধ্যায় ক্লজেট থেকে বের করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে নেওয়ার পর একটি আইন প্রয়োগকারী গাড়িতে ফ্রান্সিসকো ওরোপেসা। ছবি: ইভা গুতেরেয

ঘটনার পর থেকে চার দিন ধরে তাকে খুঁজতে অভিযান চালিয়েছে এফবিআইসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: টেক্সাসে বাড়িতে ঢুকে গুলি: নিহত ৫

ছবি: রয়টার্স

৩৮ বছর বয়সী ওরোপেসার মেক্সিকান নাগরিক। তিনি ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে চার বার নির্বাসিত হয়েছিলেন বলে জানিয়েছে ইউএস ইমিগ্রেশন কর্মকর্তারা।

সবশেষ তিনি সান জ্যাকিন্টো কাউন্টির একটি বাড়িতে বসবাস করছিলেন। 

পুলিশ জানিয়েছে, বাড়ির আঙিনায় প্রায়ই রাইফেল চালনা অনুশীলন করতেন। ঘটনার দিন শুক্রবারও তিনি রাইফেল চালাচ্ছিলেন। সেই শব্দে পাশের বাড়ির শিশুটি ভয় পাচ্ছিল। ওই বাড়ির লোকজন বের হয়ে এসে তাকে গুলি চালানো বন্ধ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাড়িতে গিয়ে গুলি করে শিশুসহ বাড়ির পাঁচ সদস্যকে হত্যা করেন ওরোপেসা।

ঘটনার পর ওরোপেসা সেখান থেকে পালিয়ে যান। তাকে খুঁজে পেতে ১০০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে পুলিশ, ইউএস মার্শাল, এফবিআই, স্টেইট কর্তৃপক্ষ ও মাল্টি কাউন্টি ক্রাইম স্টপার। এফবিআইকে ওরোপেসার অবস্থানের তথ্যদাতা ব্যক্তি এই পুরস্কার পেতে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সান জাকিন্টো কাউন্টি শেরিফ গ্রেগ ক্যাপার্স। ছবি: বিবিসি

সান জাকিন্টো কাউন্টির শেরিফ গ্রেগ ক্যাপার্স জানিয়েছেন, ওরোপেসার বিরুদ্ধে পাঁচটি খুনের অভিযোগ আনা হবে। 

তিনি বলেন, ‘মৃতরা এখন শান্তিতে বিশ্রাম নিতে পারবেন। পাঁচ জনকে হত্যার দায়ে সেই ব্যক্তি আজীবন জেল খাটবেন।’


0 মন্তব্য

মন্তব্য করুন