এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্সের নিউ ইয়র্ক ব্যুরোর প্রধান ম্যাকগনিগ্যাল মঙ্গলবার নিউ ইয়র্কের এক আদালতে নিজের দোষ স্বীকার করে নেন। জানুয়ারিতে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি।
এর আগে রাশিয়ান ধনকুবের ওলেগ দারিপাসকার সঙ্গে কাজ করার ও আলবেনিয়ার এক গোয়েন্দার কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে জানুয়ারিতে ম্যাকগনিগ্যালকে গ্রেফতার করা হয়।
১৮ বছর কাজ করার পর ২০১৮ সালে এফবিআই থেকে অবসর নেন ম্যাকগনিগ্যাল। ৫৫ বছর বয়সী সাবেক এ গোয়েন্দা মঙ্গলবার আদালতের সামনে দোষ স্বীকার করে বলেন তার আচরণের জন্য তিনি অনুতপ্ত।
তিনি বলেন, ‘আদালতের সামনে আমি আমার কৃতকর্মের পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি যে আমি যা করেছি তা অ্যামেরিকা, এফবিআই কিংবা আমার পরিবার-পরিজনদের আঘাত করার উদ্দেশ্যে করিনি।’
দারিপাসকার নাম অ্যামেরিকার নিষেধাজ্ঞার তালিকা থেকে মুছে দেয়ার জন্য ২০২১ সালে কাজ করেন ম্যাকগনিগ্যাল। এছাড়া, তার বিরুদ্ধে এও অভিযোগ আছে যে এফবিআইয়ে থাকাকালীন আলবেনিয়ার গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার কাছ থেকে দুই শ পঁচিশ হাজার ডলার নিয়েছেন তিনি।