বিহারে অ্যাম্বুলেন্সে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬ ২০২৫, ১১:০২ হালনাগাদ: আগস্ট ২৭ ২০২৫, ২:৩৪

ধর্ষণের শিকার নারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস

ধর্ষণের শিকার নারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস

  • 0

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, নিয়োগের জন্য শুধু নারী প্রার্থীরা উপস্থিত থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সে কোনো নারী কর্মী ছিলেন না।

ভারতের বিহারের বোধগয়ায় বৃহস্পতিবার নিরাপত্তারক্ষী বা হোম গার্ড নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত একটি দৌড় প্রতিযোগিতার সময় ২৬ বছর বয়সী এক নারী প্রার্থী অজ্ঞান হয়ে পড়েন।

পরে ওই নারীকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিহার পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ধর্ষণের অভিযোগে একজন চালক এবং একজন টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

জরুরি অবস্থার জন্য নিয়োগস্থলে অ্যাম্বুলেন্সটি পার্ক করা ছিল।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, নিয়োগের জন্য শুধু নারী প্রার্থীরা উপস্থিত থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সে কোনো নারী কর্মী ছিলেন না।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং তাকে অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হসপিটালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য শহরের পুলিশ সুপার রামানন্দ কুমার কৌশলের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজ এবং ভুক্তভোগীর সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আনন্দ কুমার।