চীনকে চাপে রাখতে এককাট্টা ডেমোক্র্যাট, রিপাবলিকানরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮ ২০২৫, ২০:৪৫ হালনাগাদ: ডিসেম্বর ৬ ২০২৫, ৮:০০

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ২০১৭ সালের ৯ নভেম্বর যৌথ বিবৃতির পর করমর্দন করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ছবি: রয়টার্স

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ২০১৭ সালের ৯ নভেম্বর যৌথ বিবৃতির পর করমর্দন করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ছবি: রয়টার্স

  • 0

উত্থাপনের আগে তিনটি বিলের কপি দেখেছে রয়টার্স। তীব্র দ্বিদলীয় বিরোধ থেকে সরে এসে ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা এগুলোতে সমর্থন দিয়েছেন।

সংখ্যালঘু গোষ্ঠী, ভিন্ন মতাবলম্বী ও তাইওয়ানের প্রতি চীনের আচরণের পরিপ্রেক্ষিতে দেশটিকে লক্ষ্য করে চলতি সপ্তাহে কয়েকটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন অ্যামেরিকার ক্ষমতার রাজনীতির প্রধান দুই দলের সিনেটররা।

রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যে নজর দিচ্ছেন, সে সময়ে নিরাপত্তা ও মানবাধিকারে জোর দিচ্ছেন এসব আইনপ্রণেতা।

উত্থাপনের আগে তিনটি বিলের কপি দেখেছে রয়টার্স। তীব্র দ্বিদলীয় বিরোধ থেকে সরে এসে ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা এগুলোতে সমর্থন দিয়েছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে অর্থনৈতিক চুক্তির জন্য ট্রাম্পের তাগিদের প্রতি জোর সমর্থন আছে কংগ্রেসে। বিশেষত রিপাবলিকানদের মধ্যে এ বিষয়ে ব্যাপক মতৈক্য আছে, তবে চীনের প্রতি যুদ্ধংদেহী মনোভাবসম্পন্নরা মনে করছেন, অ্যামেরিকা সরকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্ব কম দিচ্ছে।

এ বিষয়ে জার্মান মার্শাল ফান্ড অব দ্য ইউনাইটেড স্টেইটসের এশিয়া বিশেষজ্ঞ বনি গ্লেসার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দৃশ্যত চীনের সঙ্গে চুক্তিতে আগ্রহী। চীনের প্রতি তার পন্থার সঙ্গে তার টিমের কিছু সদস্যে ও কংগ্রেসের পন্থার ফারাকগুলো উন্মোচন হচ্ছে। বিপরীত চিন্তার অংশটি চীনের বিষয়ে একেবারে আগ্রাসী মনোভাবসম্পন্ন।

বরাবরের মতো দ্বিধাবিভক্ত কংগ্রেসে সত্যিকার অর্থে যে কয়েকটি বিষয়ে দ্বিদলীয় ঐকমত্য আছে, তার একটি চীনের বিষয়ে কট্টর পন্থার আকাঙ্ক্ষা। যদিও অনেক আইনপ্রণেতা চীন ও অ্যামেরিকার দ্বিপক্ষীয় বাণিজ্যে পুনরায় ভারসাম্য ফেরাতে ট্রাম্পের চেষ্টায় সমর্থন দিয়ে যাচ্ছেন।

বিল তিনটির শীর্ষস্থানীয় পৃষ্ঠপোষক ওরেগনের ডেমোক্র্যাট জেফ মার্কলি বলেন, বিশ্বজুড়ে চীন ও এর আগ্রাসনের মুখে দুর্বল হওয়ার ঝুঁকি নিতে পারে না অ্যামেরিকা।