প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরম পাওয়েলের নামে মামলার বিষয়টি বিবেচনা করছেন বলে মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।
‘তিনি (ট্রাম্প) মামলার বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং আমি এ বিষয়ে এর বেশি কিছু বলব না। বিষয়টির ভার আমি প্রেসিডেন্টের ওপরই ছেড়ে দেব’, বলেন লেভিট।
এবিসি নিউজ জানায়, লেভিটের বক্তব্যের আগে মঙ্গলবার নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পাওয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প।
‘সবসময় অনেক দেরি করে তিনি (পাওয়েল) যে ক্ষতি করেছেন, তা গণনাতীত’, বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘সৌভাগ্যবশত, অর্থনীতি এত ভালো যে, আমরা পাওয়েল ও আত্মতুষ্ট বোর্ডকে ছাপিয়ে যেতে পেরেছি।’
ফেডারেল রিজার্ভের জন্য ভবন নির্মাণ ব্যবস্থাপনায় পাওয়েল ভয়াবহ অদক্ষতার পরিচয় দিয়েছেন অভিযোগ করে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে বড় ধরনের মামলায় অনুমোদনের বিষয়টি তিনি ভাবছেন।
তার দাবি, যে কাজটা পাঁচ কোটি ডলারে করা যেত, তাতে ৩০০ কোটি ডলার ব্যয় করেছেন পাওয়েল, যা মঙ্গলজনক নয়।