ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান সফল দাবি করে এ উপলক্ষে শুকরিয়া আদায়ের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
দ্য অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রবিবার এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ভারতের বিরুদ্ধে চালানো ‘বুনিয়ান-উম-মারসুস’ নামের অভিযান ‘সফল হওয়ায়’ পাকিস্তান ‘ইয়ুম-ই-তাশাকুর’ (শুকরিয়া) পালন করবে।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতির বরাত দিয়ে এপিপি জানায়, শুকরিয়া আদায়ের দিনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ‘অনন্য সাহসিকতা’র প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে পাকিস্তানিদের ঐক্যের প্রশংসা করা হবে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শত্রুর আগ্রাসনের কার্যকর ও জুতসই জবাব দিয়েছে।”
পাকিস্তান সেনাবাহিনী শনিবার শুরুর সময়ে জানায়, দেশটির তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত।
সেই ঘোষণার কিছুক্ষণ পরই ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে অভিযান শুরু করার কথা জানায় পাকিস্তান। অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসসহ বড় ধরনের ক্ষতি করার দাবি করে দেশটি।
অভিযানে পাকিস্তান প্রতিটি জায়গায় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘ভারতের আগ্রাসন সত্ত্বেও নিজেদের প্রতিরক্ষা ধরে রেখে পরিস্থিতি মোকাবিলার জন্য পূর্ণ প্রস্তুতি দেখিয়েছে পাকিস্তান।’
বিবৃতিতে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে দোয়া করতে পাকিস্তানি জনগণ ও আলেমদের প্রতি আহ্বান জানান শেহবাজ।