ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিতে বৃহস্পতিবার জলাবদ্ধতা দেখা দেয় নিউ ইয়র্ক সিটিকেন্দ্রিক তিনটি স্টেইট এলাকায়।
এনবিসি জানায়, আকস্মিক বিপজ্জনক বন্যায় অনেক স্থাপনার বেজমেন্ট, সড়ক এবং নিউ ইয়র্ক সিটির লাইফলাইন হিসেবে পরিচিত সাবওয়েতে জলাবদ্ধতা দেখা যায়।
সাবওয়ে দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার ব্যস্ত যাতায়াতের সময় বাসা থেকে কর্মস্থলের নিয়মিত যাতায়াত অনেকের জন্য প্রচণ্ড আতঙ্কে রূপ নেয়। সে সময়টায় পানি ঢুকে যায় ভূগর্ভস্থ ট্রেন স্টেশনগুলোতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ডিডিওতে দেখা যায়, ব্রুকলিনের সেভেনথ অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের গেট ধরে ঝুলতে দেখা যায় লোকজনকে। তাদের চারপাশে ছিল থইথই জল।
জলাবদ্ধতা থেকে জুতা বাঁচাতে মরিয়া এক যাত্রীকে পায়ে প্লাস্টিকের ব্যাগ পরে বৃষ্টির পানিতে হাঁটতে দেখা যায়।
আরেক ভিডিওতে দেখা যায়, ব্রুকলিনের একটি ট্রেন স্টেশনে পানির মধ্যে কষ্ট করে হাঁটছেন যাত্রীরা। স্টেশনের দেয়ালের টাইলসে পানির ঝাপটার চিহ্ন দেখা গেছে।
অন্য একটি ভিডিওতে যাত্রীদের বন্যার পানিতে পা ভেজাতে দেখা যায়। পানি থেকে বাঁচতে ট্রেন থেকে নামা অনেক যাত্রীকে স্টেশনের গেটগুলোতে ঝুলে থাকতে দেখা যায়।