ব্রুকলিনে বেজমেন্টের আগুন কেড়ে নিল এমটিএর সাবেক কর্মীর প্রাণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২২ ২০২৫, ২৩:৫৯ হালনাগাদ: আগস্ট ৩০ ২০২৫, ১৫:৫৬

ফ্ল্যাটল্যান্ডসের এভিনিউ ওয়ানের কাছে ই. ফোর্টিথ স্ট্রিটে প্যাট্রিকের নিজ বাড়ির বেজমেন্টে বুধবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে আগুন ধরে।  ছবি: এনওয়াই ডেইলি নিউজ

ফ্ল্যাটল্যান্ডসের এভিনিউ ওয়ানের কাছে ই. ফোর্টিথ স্ট্রিটে প্যাট্রিকের নিজ বাড়ির বেজমেন্টে বুধবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে আগুন ধরে। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

প্রতিবেশী ৪৬ বছর বয়সী পোরটিয়া নাইলস আশপাশের লোকজনের সাহসী উদ্ধার প্রচেষ্টা দেখেছেন।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বাড়ির বেজমেন্টে আগুনে আটকা পড়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএর ৬৬ বছর বয়সী সাবেক এক কর্মীর মৃত্যু হয়েছে।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, প্রতিবেশীরা যথাসাধ্য চেষ্টার পরও বাঁচাতে পারেননি প্যাট্রিক কিরটন নামের এ ব্যক্তিকে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্ল্যাটল্যান্ডসের এভিনিউ ওয়ানের কাছে ই. ফোর্টিথ স্ট্রিটে প্যাট্রিকের নিজ বাড়ির বেজমেন্টে বুধবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে আগুন ধরে। সেখান থেকে বের হয়ে আসতে পারেননি তিনি।

প্রতিবেশী রডনিল হ্যারিস জানান, প্যাট্রিকের স্ত্রীর ডাকে তাকে সাহায্য করতে তিনি দ্রুত বাড়িটিতে আসেন। প্যাট্রিক আটকা পড়েন বেজমেন্টে।

রডনিল বলেন, ‘আমি দরজার কাছে গিয়ে সেটি খোলার চেষ্টা করি, তবে সেটি আটকানো ছিল।

‘ধোঁয়া আমার চোখে লাগছিল, এ কারণে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে আমি দৌড়ে বেরিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধুর দুই ছেলেও আসে। তারা ধোঁয়ার গন্ধ পায়। আমাদের তিনজনই নিচ তলার দিকে যাই।’

রডনিলের ভাষ্য, তিনি ও দুই বালক লাথি দিয়ে বেজমেন্টের দরজা ভাঙার চেষ্টা করেন, কিন্তু ধোঁয়ার তীব্রতায় তারা বাইরে আসতে বাধ্য হন।

প্রতিবেশী ৪৬ বছর বয়সী পোরটিয়া নাইলস আশপাশের লোকজনের সাহসী উদ্ধার প্রচেষ্টা দেখেছেন।

তিনি বলেন, তারা দরজায় লাথি দেওয়ার সময় ধোঁয়া তেড়ে আসে। তিনজনই কাশতে কাশতে ও দম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় চলে আসে। তারা আর সেখানে যেতে পারেননি। কোনো উপায়ই ছিল না।

পোরটিয়া জানান, তিনি ঘটনাস্থলে প্রাথমিক সাড়াদানকারীদের আসতে দেখেন। তারা প্যাট্রিককে বের করে নিয়ে আসেন। ঘটনাস্থলে ৬০ জন ফায়ারফাইটার ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস সদস্য ছিলেন।

বাড়িটি থেকে প্যাট্রিক ও ৮৬ বছর বয়সী এক নারীকে উদ্ধার করে কিংস কাউন্টি হসপিটালে নেওয়া হয়। সেখানে গুরুতর অবস্থায় মৃত্যু হয় প্যাট্রিকের।

ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল উদ্ধার হওয়া অশীতিপর নারীটির। তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।