গাজায় তীব্র শীতে প্রাণ গেল নবজাতকের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬ ২০২৫, ২১:৫৪

একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রবিবার থেকে ভর্তি ছিল খলিল। ছবি: টিআরটি ওয়ার্ল্ড

একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রবিবার থেকে ভর্তি ছিল খলিল। ছবি: টিআরটি ওয়ার্ল্ড

  • 0

স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, শীতল আবহাওয়ার মধ্যে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে সোমবার মৃত্যু হয় দুই সপ্তাহ বয়সী মোহাম্মদ খলিল আবু আল-খায়েরের।

প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের গাজায় তীব্র শীতে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, শীতল আবহাওয়ার মধ্যে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে সোমবার মৃত্যু হয় দুই সপ্তাহ বয়সী মোহাম্মদ খলিল আবু আল-খায়েরের।

মন্ত্রণালয় আরও জানায়, একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রবিবার থেকে ভর্তি ছিল খলিল।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, গত সপ্তাহে গাজায় বায়রন ঝড়ে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়। এতে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ৫৩ হাজার তাঁবু আংশিক বা সম্পূর্ণ প্লাবনের শিকার হয়।

এ ঝড়ে গাজাজুড়ে ১৩টি ভবন ধসে পড়ে।

এমন বাস্তবতায় গত ১০ অক্টোবর বাস্তবায়ন হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে বিধ্বস্ত উপত্যকায় তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশির ভাগ নারী ও শিশু।

উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত হন এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ।