আবার সক্রিয় কিলাউয়া আগ্নেয়গিরি, হাওয়াইবাসীর জন্য সতর্কবার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪ ২০২৫, ৯:২৩

৩২তম বারের মতো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ছবি: নিউজ উইক

৩২তম বারের মতো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ছবি: নিউজ উইক

  • 0

আগ্নেয়গিরিটি থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৬,৭৫০ ঘনফুট লাভা বের হচ্ছে। যা প্রায় প্রতি মিনিটে পাঁচটি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভর্তি হওয়ার সমান।

আবার সক্রিয় হয়ে উঠেছে হাওইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি। গত ডিসেম্বরের পর গত মঙ্গলবার ৩২তম বারের মতো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) রাতের আকাশে জ্বলন্ত লাভার আলো ছড়িয়ে পড়ার ভিডিও ধারণ করেছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, হালেমা'উমা'উ গহ্বরের উত্তর ভেন্ট থেকে মধ্যরাতের পরে প্রথম লাভা বের হতে শুরু করে। সকাল পর্যন্ত দক্ষিণ ভেন্ট এবং মাঝের একটি খোলন থেকেও লাভা ফোঁটা ফোঁটা করে বের হয়। সৌভাগ্যবশত, সব লাভা হাওইয়া ভলকেনস ন্যাশনাল পার্কের মধ্যে সীমাবদ্ধ থাকে।

নিউজউইক জানায়, ইউএসজিএস ধারণা করছে, আগ্নেয়গিরিটি থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৬,৭৫০ ঘনফুট লাভা বের হচ্ছে। যা প্রায় প্রতি মিনিটে পাঁচটি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভর্তি হওয়ার সমান।

অগ্ন্যুৎপাতের শেষে লাভার স্রোত এতটাই বেশি ছিল যে, গহ্বরের তলদেশের প্রায় ৪০-৫০ ভাগ এলাকা ঢেকে গেছে।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঠাণ্ডা না হওয়া পর্যন্ত লাভার স্রোত কিছুদিন ধীর গতিতে চলবে।

ইতোমধ্যে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে প্রায় ৫৫,০০০ টন সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়েছে।

এই বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে আগ্নেয়গিরির ধোঁয়া তৈরি করছে। ইউএসজিএস আশঙ্কা করছে, উচ্চ মাত্রার এই গ্যাস কিছুদিন বাতাসে থাকতে পারে এবং দূরবর্তী অঞ্চলেও প্রভাব ফেলতে পারে।

হাওয়াই স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ সতর্ক করে জানায়, এই ধোঁয়া চোখ ও শ্বাসযন্ত্রের অসুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে যারা হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যা আছে, তাদের জন্য এটি বিপজ্জনক।

অগ্ন্যুৎপাতের ফলে কাঁচের মতো আগ্নেয়গিরির টুকরোও তৈরি হয়েছে, যা স্থানীয়দের জন্য শারীরিক ঝুঁকি হতে পারে।

কিলাউয়া আগ্নেয়গিরি হনলুলু থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি।