বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ তথা ভিভিআইপি ঘোষণা করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার জারি করা হয়েছে বলে জানিয়েছে ইউএনবি।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার দপ্তরের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২ (এ) অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নানা শারীরিক জটিলতা নিয়ে গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।