আলজেরিয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বাবা-মেয়েকে পুড়িয়ে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৫, ৯:১৫ হালনাগাদ: সেপ্টেম্বর ১০ ২০২৫, ১৪:৫৪

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারটি ভেতরে আটকা পড়ে। ছবি: গালফ নিউজ

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারটি ভেতরে আটকা পড়ে। ছবি: গালফ নিউজ

  • 0

হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই বাবা ও মেয়ে মারা যান। পরিবারের অন্য একজন সদস্য নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন।

আলজেরিয়ার টিসেমসিল্ট প্রদেশের ৫০০ রাউই মোহাম্মদ এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ১৮ বছর বয়সী এক তরুণী ও তার বাবাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান কয়ায় ইচ্ছাকৃতভাবে তাদের ঘরে আগুন লাগানো হয়।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সাংবাদিকদের জানান, ২০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি নিহত তরুণীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তবে তার এ প্রস্তাবে মেয়েটি এবং তার বাবা অস্বীকৃতি জানায়। এসময় সে তাদের হুমকি দিয়ে বলে, ‘আমি শপথ করছি আমি তোমাদের পুড়িয়ে ফেলব।’

এ ঘটনরা দুদিন পর সন্দেহভাজন ব্যক্তি তার তিন সহযোগীকে নিয়ে এলাকায় ফিরে আসেন এবং ভুক্তভোগীর বাড়ির ছাদে উঠে পেট্রোল ঢেলে দেন। তারপর তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারটি ভেতরে আটকা পড়ে।

খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের জরুরি চিকিৎসার জন্য টিসেমসিল্টের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আলজিয়ার্সের কাছে জেরাল্ডার বিশেষজ্ঞ বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই বাবা ও মেয়ে মারা যান। পরিবারের অন্য একজন সদস্য নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন।