লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকায় নিজ বাড়িতে সোমবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অ্যামেরিকান আইডলের দীর্ঘদিনের মিউজিক সুপারভাইজার রবিন কেই ও তার স্বামী টমাস ডেলুকা।
একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হলিউডকেন্দ্রিক সংবাদমাধ্যম ডেডলাইন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডেডলাইনকে জানায়, কেই ও তার স্বামীকে কয়েক দিন ধরে হোয়াইট ওক প্লেসের বাড়িটিতে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে সোমবার শুরুর সময়ে বাড়িটিতে পুলিশ ডাকা হয়। সেখানে গিয়ে কর্মকর্তারা উভয়ের মাথায় প্রাণঘাতী গুলির আঘাত দেখতে পান। তারা ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট-এলএপিডির এক মুখপাত্র জানান, হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি। এলএপিডির ভ্যালি ব্যুরো হোমিসাইড ডিভিশন হত্যাকাণ্ডটি তদন্ত করছে।
ইন্টারনেট মুভি ডেটাবেজ-আইএমডিবির পেজের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ নাগাদ অ্যামেরিকান আইডলের ২৮৮টি এপিসোডে মিউজিক সুপারভাইজার হিসেবে কাজ করেন কেই।
এ ছাড়া এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ডস, মিস ইউএসএ, মিস ইউনিভার্স, লিপ সিঙ্ক ব্যাটল, হলিউড গেম নাইট, কিউ’ভিভা, দ্য ড্যান্স সিন, ড্যান্স ইউর অ্যাস অফ, ইউর চান্স টু ড্যান্স, অ্যাডভেঞ্চার্স অব পাওয়ার এবং ক্র্যাশডে মিউজিক সুপারভাইজার ছিলেন তিনি।