ব্রঙ্কসের সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা , নিহত ১

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২৫, ১৩:৫০ হালনাগাদ: ডিসেম্বর ৭ ২০২৫, ২১:৩২

সড়কে গাড়ি দুর্ঘটনার এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

সড়কে গাড়ি দুর্ঘটনার এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার ভোরে সাদা রঙের ২০১৬ইনফিনিটি সেডান ব্র্যান্ডের একটি গাড়ি ব্রুকনার বুলেভার্দের সার্ভিস সড়কে দ্রুত গতিতে চলছিল। গাড়িটি ৪টা ৪০ মিনিটের দিকে হান্টস পয়েন্ট মার্কেটের কাছাকাছি পৌঁছালে ধীর গতিতে চলতে থাকা দুটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

ব্রঙ্কসে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডি।

পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার ভুক্তভোগী হলেন অ্যাঞ্জি মিগুয়েল। ২৯ বছর বয়সী ওই নারী কানেকটিকাটের নিউ হেভেন এলাকার বাসিন্দা ছিলেন।

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার ভোরে সাদা রঙের ২০১৬ইনফিনিটি সেডান ব্র্যান্ডের একটি গাড়ি ব্রুকনার বুলেভার্দের সার্ভিস সড়কে দ্রুত গতিতে চলছিল। গাড়িটি ৪টা ৪০ মিনিটের দিকে হান্টস পয়েন্ট মার্কেটের কাছাকাছি পৌঁছালে ধীর গতিতে চলতে থাকা দুটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এনওয়াইপিডির তদন্তে জানা যায়, গাড়িটি রাস্তায় সঠিক বাঁক নিতে পারেনি। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে ঘুরে পড়ে।

পরে গাড়ির চালক মিগুয়েলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতাল তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত ট্রাক ও গাড়ির অপর ৪ যাত্রী এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।