বিবিসি জানায়, মস্কোর আদালতে মঙ্গলবার হাজির করা হলে তার আইনজীবীরা জামিন বা নিজ বাড়িতে বন্দিত্বের আবেদন করেন। দুটিই খারিজ করে দেন বিচারক।
ফলে তাকে ফিরে যেতে হয়েছে কেজিবি কারাগারে।
হাজিরার সময় আদালতকক্ষে ছিলেন ইউএস অ্যাম্বাসেডর ল্যায়েন ট্র্যাসি। শুনানি শেষে বের হয়ে জানান, সোমবার ব্যক্তিগত সাক্ষাতে গের্শকোভিচকে তিনি দৃঢ় ও সুস্থ দেখেছেন।
ট্র্যাসি বলেন, ‘তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাকে অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ান ফেডারেশনের প্রতি আহ্বান জানাচ্ছি।‘
ওয়াল স্ট্রিট জার্নালের এই সাংবাদিককে গত ২৯ মার্চ ইয়েকাতেরিনবার্গ থেকে গ্রেফতার করা হয়।
কোল্ড ওয়ার যুগের অবসানের পর এই প্রথম কোনো অ্যামেরিকান সাংবাদিক গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গ্রেফতার হলেন।
ক্রেমলিনের দাবি, গের্শকোভিচকে ‘হাতে-নাতে’ গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) পক্ষ থেকে দাবি করা হয়, তিনি অ্যামেরিকার নির্দেশে কাজ করছিলেন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করছিলেন।
এ অভিযোগ তখনই নাকচ করে ওয়াল স্ট্রিট জার্নাল।
গ্রেফতারের কয়েক ঘণ্টা পর নিরাপত্তাকর্মীরা গের্শকোভিচকে মস্কোর লেফোরটোভো ডিস্ট্রিক্ট আদালতে নিয়ে যান। ইন্টারফ্যাক্স নিউজ এযেন্সি জানায়, আদালত তাকে ২৯ মে পর্যন্ত গ্রেপ্তার রাখার নির্দেশ দিয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড।