এসব ছবি ও ভিডিও রাজের সহধর্মিনী পরীমনি ‘ফাঁস’ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এই অভিযোগ নাকচ করে পরীমণি বলেছেন সুনেরাহকে তিনি ‘চেনেনই না’। আলোচনায় আসতেই সুনেরাহ এসব কথা ছড়াচ্ছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।
এদিকে যাকে ঘিরে এত আলোচনা সেই রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরীমণির দাবি, ১০ দিন আগে বাসা থেকে বেরিয়ে গেছেন শরীফুল রাজ।
ভাইরাল ছবি ও ভিডিও বিষয়ে ফেসবুকে এক পোস্টে সুনেরাহ লিখেছেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি এবং সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমরা সবাই জানি কীভাবে আমরা ভালো বন্ধুদের সঙ্গে কথা বলি। এখানে একমাত্র সমস্যা, সে ছেলে আর আমি মেয়ে।’
সুনেরাহ দাবি করেন, রাজের বিয়ের পর তার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়।
তিনি লিখেছেন, ‘একটি ডাবিং স্টুডিওতে তার (রাজ) সঙ্গে আমার দেখা হয় এবং আমরা সবাই একটি ছবি তুলি। আমি বুঝতি পারছি না পুরানো বন্ধুদের সঙ্গে ছবি তোলা কি ভুল।’
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি পাঁচ বছর আগের দাবি করে সুনেরাহ লেখেন, ‘তখন আমরা অল্পবয়সী ছিলাম এবং শুধু মজা করেছি। সে সময় ন ডরাই সিনেমার শুটিং চলার কারণে ওই ঢংয়েই কথা বলার চেষ্টা করেছি, কারণ আমরা আক্ষরিক অর্থেই প্রতিদিনের অনুশীলন করেছি। আমাদের (বিশেষত আমি) সেই স্ল্যাংগুলোতে অভ্যস্ত হতে হয়েছিল, যেগুলো সিনেমায় ব্যবহার করা হয়েছে।
‘সেদিন যে ছবিটি আমি তাকে পাঠিয়েছিলাম, তা ছিল শুটিংয়ে কীভাবে মার খেয়েছিলাম (যেখানে লিয়াকত আমাকে মারধর করেছে, যারা ন ডরাই দেখেছে তারা এটি জানেন) সেটি জানাতে। আমি শরীরে আমার ক্ষত ছিল এবং আমি দাঁড়াতে পারছিলাম না। এ কারণে আমি শুটিংয়ে নাও যেতে পারি সেটি জানিয়েছিলাম। এই ছবি আমি পরিচালককেও পাঠিয়েছি। প্লিজ এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না।’
পরীমণিকে ইঙ্গিত করে সুনেরাহ বলেন, ‘নিশ্চয়ই তার (রাজ) আইডি হ্যাক করেছে এবং সেটি কে করেছে আমরা সবাই জানি। কোনো কারণ ছাড়াই জনসমক্ষে কোনো কিছু নিয়ে হৈচৈ করার অভ্যাস কার তাও আমরা জানি। যারা এসব ছড়াচ্ছে এবং আমাকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’
অন্যদিকে আলোচনায় থাকতে সুনেরাহ এ ধরনের অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন পরীমণি। দৈনিক সমকালকে তিনি বলেন, ‘সুনেরাহ কে? ওই মেয়েকে তো আমি চিনিই না! ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। হুট করে কেনো সে আমাকে নিয়ে এমন মন্তব্য করবে? মনে হয় সে আলোচনায় আসতেই আমার নাম নিয়ে এসব বলছে। এখন যদি এই কারণে রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয়, তাহলে আমি ওই মেয়েকেই দায়ী করব। ওর নামে আমি মামলা করব।’
রাজের অ্যাকাউন্ট ‘হ্যাক করে’ আলোচিত ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগ উড়িয়ে দিয়ে পরীমণি বলেন, ‘আমি কীভাবে ওসব ভিডিও পোস্ট করব? রাজ তো ১০ দিন আগে থেকে আমার সঙ্গে নেই। সে রিফ্রেশেমেন্টের জন্য ১০ দিনের বেশি হলো বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় কী করছে কিছুই জানি না। গতকালও ওকে ফোন করেছিলাম। সে ফোন কেটে বন্ধ করে দিয়েছে। এখন কোথায়, কার সঙ্গে কি করছে সে দায় কেনো আমার ওপর আসবে?’
ছবি ও ভিডিও তাহলে রাজই পোস্ট করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় হতে পারে তার বন্ধুরাও মজা করার জন্য প্রকাশ করেছে। আবার আমার নাম জড়িয়ে যে সুনেরাহ আলোচনায় এলেন, হতে পারে তিনি আলোচনায় আসার জন্য ওই ভিডিও পোস্ট করেছেন। কারণ, তিনি তো নিজেকে রাজের বন্ধু দাবি করেছেন। ক’দিন আগে তো তারা একসঙ্গে পার্টির ছবিও পোস্ট করেন।’
রাজ-পরীর সংসারে ভাঙনের ইঙ্গেত দেখা যাচ্ছে কিনা, এমন প্রশ্নে পরীমণির জবাব, ‘কী ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি সংসার করার কম চেষ্টা তো করছি না, পারছি কই! একটার পর একটা ইস্যু চলেই আসছে। তারপরও আমি যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’