ইজিপ্টের স্যাকারা নেক্রপোলিসের নিদর্শন প্রকাশ্যে

টিবিএন ডেস্ক

মে ২৭ ২০২৩, ২২:১২

নিদর্শন অনুষ্ঠানে উন্মোচিত পাথর ও কাঠের মূর্তি। ছবি: আরব নিউয

নিদর্শন অনুষ্ঠানে উন্মোচিত পাথর ও কাঠের মূর্তি। ছবি: আরব নিউয

  • 0

ইজিপশিয়ান অ্যান্টিকুইটিস কর্তৃপক্ষ শনিবার প্রাচীন ওয়ার্কশপ ও সমাধির নিদর্শন আনুষ্ঠানিকভাবে সবার সামনে উন্মোচন করেছে। রাজধানী কায়রোর কাছে ফেরাওনিক নেক্রপোলিসে এসব নিদর্শন পাওয়া গেছে।

নেক্রপোলিস ইজিপ্টের প্রাচীন রাজধানী মেমফিসের একটি অংশ। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি।

প্রত্নতত্ত্বের সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াযিরি বলেছেন, প্রাচীন ওই ওয়ার্কশপগুলো মানুষ ও পবিত্র প্রাণীর মৃতদেহ মমি করার জন্য ব্যবহার করা হতো। এগুলো ৩০তম ফারাও রাজবংশের (৩৮০ খ্রিষ্টপূর্ব থেকে ৩৪৩ খ্রিষ্টপূর্ব) ও টলেমিক পিরিয়ড (৩০৫ খ্রিষ্টপূর্ব থেকে ৩০ খ্রিষ্টপূর্ব) সময়ের। 

ওয়ার্কশপের ভেতরে প্রত্নতাত্ত্বিকরা মাটির পাত্র, মমি তৈরি করার সরঞ্জাম ও উপাচারের পাত্র খুঁজে পেয়েছেন। 

স্যাকারা প্রত্নতাত্ত্বিক অঞ্চলের প্রধান সাব্রি ফারাগের মতে, সমাধিগুলো প্রাচীন ইজিপ্টের ওল্ড কিংডমের এক উচ্চপদস্থ কর্মকর্তা ও নিউ কিংডমের এক প্রিস্টের।

সাম্প্রতিক বছরগুলোতে ইজিপ্ট সরকার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও কূটনীতিকদের কাছে নতুন আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপনাগুলো ব্যাপক আকারে প্রচার করছে।

রাজনৈতিক অস্থিরতার শিকার দেশটির দাবি, ইজিপ্টে ২০১১ সালের জনবিক্ষোভের পর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যটকদের আকর্ষণ বাড়াতে সাহায্য করবে।


0 মন্তব্য

মন্তব্য করুন