কুইবেক প্রভেনশিয়াল পুলিশ জানিয়েছে, রোববার দুপুরের দিকে মন্ট্রিলের প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাহাড়ি অঞ্চলের একটি রিসোর্টের গন্ডোলায় নির্মাণ সরঞ্জামের আঘাতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ কর্তৃপক্ষ একটি ইমেইলে জানায়, আহত যাত্রীকে গুরুতর আঘাতের কারণে মন্ট্রিল-এরিয়া হসপিটালে নেয়া হয়েছে।
ট্রেম্বলান্ট রিসোর্ট অ্যাসোসিয়েশন দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে একটি ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, পাহাড়ে দুর্ঘটনার ফলে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে।