ভোর হতেই বিভিন্ন মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায়ে জড়ো হন। এতে একটি একটি মসজিদ যেন মিলনমেলায় পরিণত হয়।
নিউ ইয়র্কে এবার তিনশরও বেশি মসজিদে ঈদের জামাত হয়েছে। এর মধ্যে জ্যামাইকায় সবচেয়ে বড় জামাত হয়। এতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশ নিয়েছেন।
শুধু বাংলাদেশি নন, ভিনদেশি মুসল্লিরাও জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন।
অ্যামেরিকার সবচেয়ে বড় জামাতটি গত কয়েক দশক ধরেই অনুষ্ঠিত হচ্ছে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে। টমাস এডিসন স্কুল মাঠে প্রতি বছরের মতো এবারও উপচে পড়া ভিড় হয়।
জামাতে ইমামতি করেন বাংলাদেশি ইমাম মাওলানা মীর্জা আবু জাফর বেগ। নামাজ শেষে বিশ্বের মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধি ও কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।
নামাজ শেষে বের হয়ে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
জ্যাকসন হাইটসে কমপক্ষে ১৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ভেতর এবং খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশি অ্যামেরিকানরা।
মিশিগানে বাংলাদেশি কমিউনিটির পাঁচটি জামাত হয়েছে। সবচেয়ে বড় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় ডেট্রয়িট সিটির জেইন ফিল্ডের বাংলা টাউনে। প্রায় ৫ হাজার মুসল্লি তাতে অংশ নেন।
নুর মসজিদের ইমাম মাওলানা আবু সিদ্দিকী সেখানে ইমামতি করেন।