রেকর্ড তাপমাত্রায় নিউ ইয়র্ক সিটির জনজীবনে দুর্ভোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৬ ২০২৫, ১:৪৬

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • 0

১০০ ডিগ্রি ফারেনহাইটে ওঠা-নামা করছে নিউ ইয়র্ক সিটির তাপমাত্রা। জে এফ কে বিমানবন্দরে ১০২ ডিগ্রি ও ম্যানহাটনে ৯৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

তীব্র গরমে পুড়ছে নিউ ইয়র্কের কুইন্স, ব্রুকলিন ম্যানহাটনসহ আশপাশের এলাকা। বাতাসে যেন আগুনের উত্তাপ। অসহ্য গরমে ওষ্ঠাগত নগরবাসীর প্রাণ। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, সপ্তাহ ধরে টানা তাপদাহের মধ্যে মঙ্গলবার ১০২ ডিগ্রি ও বুধবার ৯৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার জে এফকে বিমানবন্দরে ১০২ ডিগ্রি ও ম্যানহাটনে ৯৯ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করে আবহাওয়া অফিস।

এদিকে সূর্যের অতিরিক্ত তাপ থেকে বাঁচতে পাতলা ও আরামদায়ক কাপড়ে নিত্যদিনের কাজ সারছেন নগরবাসী। একটু আরামের খোঁজে অনেকে সময় কাটাচ্ছেন পার্কে ও গাছের ছায়ায়।

তাপদাহের কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে ঘরের বাইরে কর্মজীবীরা। অফিস-আদালত বা ব্যবসা প্রতিষ্ঠানসহ কর্মক্ষেত্রের কোথাও নেই স্বস্তি।

তৃ্ষ্ণা মেটাতে জুসবার বা স্বাস্থ্যকর পানীয় বিক্রির শপগুলোতে ভিড় করছেন অনেকে। অতিরিক্ত গরমে শিশু-কিশোরদেরও ভোগান্তির শেষ নেই। ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে আক্রান্তরা এ গরমে আছেন স্বাস্থ্য ঝুঁকিতে।

উচ্চ তাপমাত্রা থেকে পথচারিদের শীতল পরশ দিতে ম্যানহাটনসহ বেশ কয়েকটি স্থানে কুলিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।