বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আইসিসি

টিবিএন ডেস্ক

জুন ৩ ২০২৩, ০:৪৭

পাকিস্তান ওডিআই ক্রিকেট দল। ছবি: টুইটার

পাকিস্তান ওডিআই ক্রিকেট দল। ছবি: টুইটার

  • 0

এশিয়া কাপ নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের নিশ্চয়তা চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতীয়  বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া(পিটিআই) প্রকাশিত এক রিপোর্টে  এ কথা বলা হয়েছে।

আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমস্যা সমাধানে পাকিস্তান সফর করেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহি জিওফ অ্যালার্ডাইস। 

বার্কলে ও অ্যালার্ডাইসের মূল লক্ষ্য, এ বছরের শেষ দিকে ভারতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ম্যাচের জন্য হাইব্রিড মডেল বাস্তবায়নে যেন পিসিবি কোন চাপ না দেয়। একটি  সূত্র পিটিআইকে জানিয়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে পিসিবির নিশ্চিয়তা পেতেই লাহোরে এসেছেন বার্কলে ও অ্যালার্ডাইস। 

রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এশিয়া কাপের জন্য পাকিস্তান সফর না করলে ভারতে বিশ্বকাপ খেলবে না বাবর-রিজওয়ানরা, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন  পিসিবি প্রধান নাজাম শেঠি। এরপরই পাকিস্তান সফরে এসেছেন আইসিসির দুই শীর্ষ কর্মকতা। 

সরকারের কাছ থেকে অনুমতি না পেলে  ভারতে  দল পাঠানোর বিষয়ে নিরাপত্তা ঝুঁকি থাকে বলে এরইমধ্যে ইঙ্গিত দিয়েছেন শেঠি। এতে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে বলতে পারে। 


0 মন্তব্য

মন্তব্য করুন