এসইউভির ধাক্কায় মোটর বাইকের ২ আরোহী নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ১৭ ২০২৩, ২১:১৮

গাড়ির ধাক্কায় ডার্ট বাইকে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। প্রতীকী ছবি

গাড়ির ধাক্কায় ডার্ট বাইকে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। প্রতীকী ছবি

  • 0

ম্যাসাচুসেটসের একটি শপিং প্লাজার কাছে এসইউভির ধাক্কায় ডার্ট বাইকের দুই আরোহী প্রাণ হারিয়েছেন।

প্লাইমাউথ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, শনিবার রাত ১১টার

কিছুক্ষণ আগে ওয়েহরামে এ দুর্ঘটনা ঘটে। এতে উবার্নের ১৭ বছর বয়সী বাসিন্দা রবার্ট স্টকার ও রেইনামের ২০ বছর বয়সী ব্রেডি পেটরুচি নিহত হন।

উদ্ধারকর্মীরা তাদেরকে গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, এসইউভিটি বাঁ দিকে মোড় নেয়ার সময় বাইকে ধাক্কা লাগে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের কেউ হেলমেট পড়েননি। তাছাড়া, বাইকে কোনো লাইটও ছিল না।

রবার্ট ওয়েকফিল্ডের নর্থইস্ট মেট্রো টেক স্কুলের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষ শোক জানিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন