ইরানের বদলার হুমকির মধ্যে আকাশসীমা বন্ধ করল কাতার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৩ ২০২৫, ১৬:৪৪ হালনাগাদ: নভেম্বর ২০ ২০২৫, ১২:৩৩

কাতার এয়ারওয়েজের বিমান। ছবি: এপি

কাতার এয়ারওয়েজের বিমান। ছবি: এপি

  • 0

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে নেওয়া ব্যবস্থার অংশ হিসেবে আকাশসীমা সাময়িক বন্ধ করা হয়েছে।

ইরানে অ্যামেরিকার হামলার পর তেহরানের জবাব দেওয়ার হুমকির মধ্যে নিজেদের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে নেওয়া ব্যবস্থার অংশ হিসেবে আকাশসীমা সাময়িক বন্ধ করা হয়েছে।

দেশটির তরফ থেকে আরও বলা হয়, বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের পরমাণু ক্ষেত্রে রবিবার অ্যামেরিকার হামলার বদলা নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরান। এমন বাস্তবতায় কাতার তার আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিল।

অ্যামেরিকার ওপর হামলা না করতে তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে ওয়াশিংটন। ইরানে হামলার পর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান কোনো ধরনের বদলা নিতে চাইলে রবিবারের হামলার চেয়ে আরও বড় পরিসরে ইরানের ওপর হামলা করবে ওয়াশিংটন।

জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন রবিবার জানান, ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সেনাদের নিরাপত্তা বাড়িয়েছে অ্যামেরিকার সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ হাজার সেনা রয়েছে অ্যামেরিকার। বাহিনীর সদস্যদের কেউ কেউ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও রণতরি পরিচালনা করে, যেগুলো শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ভূপাতিত করতে পারে, তবে হামলা বিবেচনায় তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ।

রয়টার্স গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে কিছু বিমান ও জাহাজ সরিয়ে নিয়েছে পেন্টাগন। ইরানের যেকোনো হামলার ক্ষেত্রে এগুলো সম্ভবত ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিল।

সরিয়ে নেওয়া সরঞ্জামগুলোর মধ্যে ছিল কাতারের রাজধানী দোহার বাইরে মরুভূমিতে স্থাপিত আল উদেইদ ঘাঁটির বিমান।

আল উদেইদ মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার অ্যামেরিকান সেনা রয়েছে।