জেনিন থেকে ইযরায়েলি সেনা প্রত্যাহার

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ২০:৩৯

জেনিনের শরনার্থী শিবিরের অভিযান শেষের ঘোষণা ইযরায়েলের। ছবি: সংগৃহীত

জেনিনের শরনার্থী শিবিরের অভিযান শেষের ঘোষণা ইযরায়েলের। ছবি: সংগৃহীত

  • 0

ইযরায়েলের দখল করা ওয়েস্ট ব্যাংকের জেনিন শহর থেকে বুধবার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইযরায়েলের সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডম ডেনিয়েল হাগারি বলেন, ‘জেনিনের শরনার্থী শিবিরের অভিযান শেষ। আমাদের সব সৈন্য শিবিরের বাইরে আছে। তবে ভবিষ্যতে তাদের হয়তো ফিরে আসতে হতে পারে।’

দুই দিনে ইযরায়েলের হামলায় কমপক্ষে ১২ জন প্যালেস্টেনিয়ান নিহত হয়েছেন। হাজার হাজার প্যালেস্টেনিয়ান শিবির থেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শিবিরে খাবার পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এমনকি তাদের সাহায্য করার জন্য কোনো মানবিক সংস্থাও পৌঁছাতে পারছে না।

প্যালেস্টাইনের হেলথ মিনিস্ট্রি মঙ্গলবার জানায়, দুই দিনে ইযরাইলের হামলায় তিন শিশুসহ ১১ জন নিহত ও কমপক্ষে ১২০ জন প্যালেস্টেনিয়ান আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

জেনিনে কর্মরত প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, সোমবার স্থানীয় বেলা ১টার দিকে ইযরাইলের হামলার পর জেনিনের শরনার্থী শিবির থেকে প্রায় ৩ হাজার শরণার্থীকে সরিয়ে নেয়া হয়।

জেনিন ক্যাম্পের শরণার্থী সংখ্যা আনুমানিক ১৮ হাজার। এদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন