অ্যামেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করা অভিবাসীদের রাখার জন্য ব্যবহৃত সর্বশেষ হোটেলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
আইউইটনেস নিউজ রবিবার জানায়, মিডটাউন ম্যানহাটনের এইটথ অ্যাভিনিউতে অবস্থিত রো এনওয়াইসি হোটেলে অভিবাসীর রাখার চুক্তি আর নবায়ন করা হবে না। হোটেলটি লিজ নেওয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের এপ্রিলে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, তিন বছর আগে দলে দলে অভিবাসীরা আসতে থাকে নিউ ইয়র্ক সিটিতে। সে সময় আশ্রয়কেন্দ্রগুলোর ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে তাদের রাখার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে রো এনওয়াইসি হোটেল লিজ নেয় সিটি কর্তৃপক্ষ।
অভিবাসীদের আশ্রয়স্থলগুলো বন্ধের বিষয়ে বিবৃতি দিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।
তিনি জানান, সিটি কর্তৃপক্ষ সফলভাবে দুই লাখের বেশি অভিবাসীকে আশ্রয় ব্যবস্থা ছেড়ে স্বনির্ভরতার নতুন পথে যেতে সাহায্য করেছে।