
হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে ৫০০ মাইল পাড়ি, অতঃপর...

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০ ২০২৫, ৯:১৬ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৮:৪০
.jpg)
মডেল সোফি ভুজেলাউড ও তার স্বামী। ছবি: এনডিটিভি
- 0
হবু স্ত্রীর বাড়ির দরজা খোলেন তারই বর্তমান স্বামী।
প্রায় ৫০০ মাইল পথ পাড়ি দিয়ে হবু স্ত্রীর সাথে দেখা করতে বের হন বেলজিয়ামের এক ব্যক্তি। তবে তার মহাকাব্যিক রোমান্টিক এই যাত্রা পরিণত হয়েছে বিভ্রান্তিকর এবং বিব্রতকর এক পরিস্থিতিতে।
ফক্স নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মিশেল নামে ঐ বেলজিয়ান ব্যক্তি সামাজিক মাধ্যমে পরিচিত হন ফ্রেঞ্চ মডেল সোফি ভুজেলাউডের সাথে। পরিচয় রূপ নেয় প্রণয়ে। শুধু তাই নয় এ পর্যন্ত ৩৫০০০ হাজার ডলার ও তাকে পাঠিয়েছেন বলে দাবি মিশেলের।
আর তাইতো বিয়ের জন্য প্রস্তাব দিতে ৪৭২ মাইল গাড়ি চালিয়ে যান প্রেমিকার সাথে দেখা করতে। তবে ঘটনা অপ্রত্যাশিত মোড় নেয় যখন ভুজেলাউড নয়, বরং তার ৩৮ বছর বয়সী স্বামী ফ্যাবিয়েন বুটামিন যখন দরজায় তার সাথে দেখা করেন।
অদ্ভুত এই পরিস্থিতির ভিডিও আংশিকভাবে বোটামিন নিজেই ধারণ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে ভিডিও করতে হবে কারণ একজন লোক আমার ডোরবেল বাজিয়ে যাচ্ছেন। তিনি বলছেন আমি সোফি ভুজেলাউডের হবু স্বামী।’ ফুটেজে বুটামিন বলেন আমি তার বর্তমান স্বামী।
পরবর্তীতে বোটামিন পরিস্থিতির বাস্তবতা বোঝানোর পর মিশেল নিশ্চিত হয় তার কল্পনাপ্রসূত দাবির আসলে কোন ভিত্তি নেই।
এ ঘটনার পর সোফি ভুজেলাউড ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ফ্রেঞ্চ ভাষায় ক্যাপশন দেন। যার ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমি এই লোকটির জন্য খুব দুঃখিত। ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান থাকুন। আমি এই ভিডিওটি শেয়ার করছি বাস্তবতা দেখানোর জন্য এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। নিজের খেয়াল রেখো।’
অবশেষে, ভুজেলাউডের আসল স্বামীর মুখোমুখি হয়ে মিশেল উপলব্ধি করেন কোথাও কিছু একটা ভুল বোঝাবুঝি হতে পারে। মূলত এ ঘটনাটি এর সাথে জড়িত তিনজনকেই অবিশ্বাস ও উদ্ভট এক পরিস্থিতিতে ফেলে দিয়েছে।
ভিডিও ফুটেজে দূর থেকে মিশেলকে বলতে শোনা যায়, 'আমার মনে হয় সে আমার সঙ্গে নোংরা চালাকি করেছে।
অন্যদিকে বুটামিন তাকে বোঝাতে থাকেন এটা আমার স্ত্রী না। এটা একটি ভুয়া অ্যাকাউন্ট। এ বিষয়ে খুব সাবধানে থাকতে হবে।
মিশেল জানান, ২০০৭ সালের সাবেক মিস লিমুজিন ও মিস ফ্রান্স ২০০৭ এর প্রথম রানারআপ ভুজেলাউড নামে এক নারীকে তিনি ৩৫ হাজার ডলার পাঠিয়েছেন।